কুলাউড়া সমাজ কল্যান সংস্থা কুয়েত এর উদ্যোগে বৃত্তি প্রদান সম্পন্ন

November 3, 2013,

কুয়েতস্থ কুলাউড়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে গত ২ নভেম্বর ব্রাহ্মণবাজার ইউনিয়নের শতাধিক গরীব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ভিত্তি প্রদান করা হয়েছে। জালালাবাদ ইউছুফ তৈয়বুন বালিকা উচ্চবিদ্যালয়ে উক্ত বৃত্তি প্রধান অনুষ্টানে সভাপতিত্ব করেন কুলাউড়া সমাজ কল্যান সংস্থা কুয়েত এর উর উপদেষ্টা আওলাদ আলী ফখরু। প্রধান অতিতি ছিলেন সংস্থার অন্যতম উপদেষ্টা প্রবাসী আব্দুর রহিম সিপার। বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিল্প পতি এ কে এম শাহ জালাল, কুলাউড়া প্রেস ক্লাবের সভাপতি এবং সাপ্তাহিক সীমান্তের ডাকের সম্পাদক আজিজুল ইসলাম, কুলাউড়া সাংবাদিক সমিতির সভাপতি প্রভাষক মানজুরুর হক , আইডিয়াল কিন্ডার গার্টেন এর অধ্যক্ষ মুজিবুর রহমান ফয়সল , হিংগাজিয়া সিনিওর মাদ্রাসার ইংরেজী বিভাগের শিক্ষক প্রভাষক আব্দুল মনাফ , মাওলানা আব্দুল লতিফ , মুহাম্মদ মুজাম্মিল হকের পরিচালনায় অন্যনদের মধ্যে উপস্থিত ছিলেন ইউছুফ তৈয়বুন বালিকা বিদ্যালযের শিক্ষক মো মাশহুদ করীম ,মো শফিকুর রহমান, শমেরন্দ শর্মা, শামীম আহমদ ,শিক্ষিকা সানজিদা আহমেদ, ফাহিমা বেগম প্রমূখ অতিথী বৃন্দ কুলাউড়ার কর্মরত কুয়েত প্রবাসীদের এই মহতি উদ্যোগকে স্বাগত জানান, প্রবাসীদের এই উদ্যোগ গরীব মেধাবীদের আলোকিত মানুষ গড়ার পথ দেখাবে বলে তারা আশাবাদ ব্যাক্ত করেন ।
কুয়েতস্থ কুলাউড়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে গত ২ নভেম্বর ব্রাহ্মণবাজার ইউনিয়নের শতাধিক গরীব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ভিত্তি প্রদান করা হয়েছে। জালালাবাদ ইউছুফ তৈয়বুন বালিকা উচ্চবিদ্যালয়ে উক্ত বৃত্তি প্রধান অনুষ্টানে সভাপতিত্ব করেন কুলাউড়া সমাজ কল্যান সংস্থা কুয়েত এর উর উপদেষ্টা আওলাদ আলী ফখরু। প্রধান অতিতি ছিলেন সংস্থার অন্যতম উপদেষ্টা প্রবাসী আব্দুর রহিম সিপার। বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিল্প পতি এ কে এম শাহ জালাল, কুলাউড়া প্রেস ক্লাবের সভাপতি এবং সাপ্তাহিক সীমান্তের ডাকের সম্পাদক আজিজুল ইসলাম, কুলাউড়া সাংবাদিক সমিতির সভাপতি প্রভাষক মানজুরুর হক , আইডিয়াল কিন্ডার গার্টেন এর অধ্যক্ষ মুজিবুর রহমান ফয়সল , হিংগাজিয়া সিনিওর মাদ্রাসার ইংরেজী বিভাগের শিক্ষক প্রভাষক আব্দুল মনাফ , মাওলানা আব্দুল লতিফ , মুহাম্মদ মুজাম্মিল হকের পরিচালনায় অন্যনদের মধ্যে উপস্থিত ছিলেন ইউছুফ তৈয়বুন বালিকা বিদ্যালযের শিক্ষক মো মাশহুদ করীম ,মো শফিকুর রহমান, শমেরন্দ শর্মা, শামীম আহমদ ,শিক্ষিকা সানজিদা আহমেদ, ফাহিমা বেগম প্রমূখ অতিথী বৃন্দ কুলাউড়ার কর্মরত কুয়েত প্রবাসীদের এই মহতি উদ্যোগকে স্বাগত জানান, প্রবাসীদের এই উদ্যোগ গরীব মেধাবীদের আলোকিত মানুষ গড়ার পথ দেখাবে বলে তারা আশাবাদ ব্যাক্ত করেন । স্টাফ রিপোর্টার॥

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com