বাংলাদেশী আইডল যুদ্ধে ৩ সেরা প্রতিযোগী কমলগঞ্জের মন্টি সেরা কন্ঠ নির্বাচিত
কমলগঞ্জের তরুণ সঙ্গীত শিল্পী মন্টি বিশ্বের সর্ববৃহত মিউজিক্যাল রিয়েলিটি শো বাংলাদেশী আইডলের সেরা কন্ঠে স্থান করে নিয়েছেন। গোটা বিশ্বের ৪৩ দেশের পর এবারই প্রথম বাংলাদেশে শুরু হওয়া এই আইডল প্রতিযোগিতায় পর্যায়ক্রম প্রায় ১ লাখ ২৪ হাজারেরও বেশি প্রতিদ্বন্দিকে ছাড়িয়ে গালা রাউন্ডের টপ টুয়েলভ অতিক্রম করে বাংলাদেশী আইডলের সেরা কন্ঠে স্থান করে নেন মন্টি। গানের পারফর্মেন্সের পাশাপাশি দর্শকদের মোবাইল ভোটে চুড়ান্ত পর্যায়ের সেরা কন্ঠ নির্বাচিত হন তিনি। বাংলাদেশী আইডলে নির্বাচিত সেরা কন্ঠে মন্টি ছাড়া অন্যান্য নির্বাচিতরা হচ্ছেন ঢাকার আরিফ ও চট্টগ্রামের মন্টি। এর আগে সর্বশেষ গালা রাউন্ডে আগে বাদ পড়েন তরুণ সঙ্গীত শিল্পী তালহা। গত ২৬ নভেম্বর মঙ্গলবার রাত ৮টায় এসএ টিভিতে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয়। সর্বশেষ দেশসেরা আইডলের যুদ্ধে মুখোমুখি করা হবে সিলেট, ঢাকা ও চট্টগ্রামের তিন মিউজক্যাল আইডলকে। এজন্য পারফর্মেন্সের পাশাপাশি সর্বশেষবারের মত প্রয়োজন হবে দশর্ক ভোটের। সিলেট বিভাগ থেকে একডজনের ও বেশি তরুণ সঙ্গীত শিল্পী বাংলাদেশী আইডলে অংশ নিলেও একমাত্র মন্টিই চুড়ান্ত যুদ্ধ মোকাবেলা করে বাংলাদেশী আইডলের সেরাকন্ঠ নির্বাচিত হয়েছেন। বাংলাদেশী আইডল প্রতিযোগিতার গালা রাউন্ডের প্রতিযোগিতায় মন্টি মরমী কবি হাছন রাজা, বাউল গানের কিংবদন্তী একুশে পদকপ্রাপ্ত বাউল স¤্রাট শাহ আব্দুল করিমর একাধিক গান গেয়ে বিচারক ছাড়াও কোটি কোটি দর্শকের প্রশংসা কুড়িয়েছেন। উল্লেখ্য, আন্তর্জাতিক এই ফ্রাঞ্চাইসের স্বত্বাধিকারী ব্রিটিশভিত্তিক প্রতিষ্ঠান ফ্রিম্যান্টল মিডিয়া, যাদের কাছ থেকে বাংলাদেশী দর্শকদের জন্য এই অনুষ্ঠানের স্বত্ব ক্রয় করেছে ডেল্টা বে প্রোডাকশন এন্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড।
কমলগঞ্জের তরুণ সঙ্গীত শিল্পী মন্টি বিশ্বের সর্ববৃহত মিউজিক্যাল রিয়েলিটি শো বাংলাদেশী আইডলের সেরা কন্ঠে স্থান করে নিয়েছেন। গোটা বিশ্বের ৪৩ দেশের পর এবারই প্রথম বাংলাদেশে শুরু হওয়া এই আইডল প্রতিযোগিতায় পর্যায়ক্রম প্রায় ১ লাখ ২৪ হাজারেরও বেশি প্রতিদ্বন্দিকে ছাড়িয়ে গালা রাউন্ডের টপ টুয়েলভ অতিক্রম করে বাংলাদেশী আইডলের সেরা কন্ঠে স্থান করে নেন মন্টি। গানের পারফর্মেন্সের পাশাপাশি দর্শকদের মোবাইল ভোটে চুড়ান্ত পর্যায়ের সেরা কন্ঠ নির্বাচিত হন তিনি। বাংলাদেশী আইডলে নির্বাচিত সেরা কন্ঠে মন্টি ছাড়া অন্যান্য নির্বাচিতরা হচ্ছেন ঢাকার আরিফ ও চট্টগ্রামের মন্টি। এর আগে সর্বশেষ গালা রাউন্ডে আগে বাদ পড়েন তরুণ সঙ্গীত শিল্পী তালহা। গত ২৬ নভেম্বর মঙ্গলবার রাত ৮টায় এসএ টিভিতে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয়। সর্বশেষ দেশসেরা আইডলের যুদ্ধে মুখোমুখি করা হবে সিলেট, ঢাকা ও চট্টগ্রামের তিন মিউজক্যাল আইডলকে। এজন্য পারফর্মেন্সের পাশাপাশি সর্বশেষবারের মত প্রয়োজন হবে দশর্ক ভোটের। সিলেট বিভাগ থেকে একডজনের ও বেশি তরুণ সঙ্গীত শিল্পী বাংলাদেশী আইডলে অংশ নিলেও একমাত্র মন্টিই চুড়ান্ত যুদ্ধ মোকাবেলা করে বাংলাদেশী আইডলের সেরাকন্ঠ নির্বাচিত হয়েছেন। বাংলাদেশী আইডল প্রতিযোগিতার গালা রাউন্ডের প্রতিযোগিতায় মন্টি মরমী কবি হাছন রাজা, বাউল গানের কিংবদন্তী একুশে পদকপ্রাপ্ত বাউল স¤্রাট শাহ আব্দুল করিমর একাধিক গান গেয়ে বিচারক ছাড়াও কোটি কোটি দর্শকের প্রশংসা কুড়িয়েছেন। উল্লেখ্য, আন্তর্জাতিক এই ফ্রাঞ্চাইসের স্বত্বাধিকারী ব্রিটিশভিত্তিক প্রতিষ্ঠান ফ্রিম্যান্টল মিডিয়া, যাদের কাছ থেকে বাংলাদেশী দর্শকদের জন্য এই অনুষ্ঠানের স্বত্ব ক্রয় করেছে ডেল্টা বে প্রোডাকশন এন্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড। কমলগঞ্জ প্রতিনিধি॥
মন্তব্য করুন