আগুনে পুড়ে নয়: স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চেয়ে মৌলভীবাজারে মানববন্ধন

December 3, 2013,

রাজনৈতিক দলগুলোর ক্ষমতার লড়াইয়ের ফলে মানুষ পুড়িয়ে মারার প্রতিবাদে ফুঁসে উঠছে মৌলবীবাজারের সাধারন জনতা। ‘ক্ষমতার লড়াইয়ে মানুষ পুড়িয়ে মারা বন্ধ করো- স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই’- এ দাবীতে ৩ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে চৌমোহনা চত্বরে মানববন্ধন ও সমাবেশ করেছে মৌলভীবাজারের সাধারন জনতা। মৌলভীবাজার এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মো. আব্দুল মতিন, গণজাগরন মঞ্চের আহ্বায়ক নাসির জামান, মনু থিয়েটারের সভাপতি আ.স.ম. সালেহ সোহেল, কমিউনিস্ট পার্টির সাধারন সম্পাদক নিলিমেষ ঘোষ প্রমূখ। বক্তরা বলেন, দেশের বড় দলগুলো পালাক্রমে ক্ষমতা দখলের ধ্বংসাতœক লড়াইয়ে লিপ্ত। তাদের এই মরনখেলার শিকার হচ্ছেন সাধারন জনগন। শিক্ষার্থীদের ভবিষ্যত হচ্ছে অনিশ্চিত। শুধু মানুষ পুড়িয়ে মেরেই ক্ষান্ত হচ্ছেনা দুর্বৃত্তরা; রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের মহড়া শুরু হয়েছে। মানুষের স্বাভাবিক জীবনযাপনের স্বার্থে ক্ষমতা দখলের এই বোমাবাজি-সন্ত্রাসের অসুস্থ লড়াই বন্ধ করতে সকল পক্ষের প্রতি আহ্বান জানান তারা। ঘন্টাব্যাপী এই মানববন্ধনে বিভিন্ন সামাজিক, প্রগতিশীল রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং ছাত্র-শিক্ষক-জনতা উপস্থিত ছিলেন।
রাজনৈতিক দলগুলোর ক্ষমতার লড়াইয়ের ফলে মানুষ পুড়িয়ে মারার প্রতিবাদে ফুঁসে উঠছে মৌলবীবাজারের সাধারন জনতা। ‘ক্ষমতার লড়াইয়ে মানুষ পুড়িয়ে মারা বন্ধ করো- স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই’- এ দাবীতে ৩ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে চৌমোহনা চত্বরে মানববন্ধন ও সমাবেশ করেছে মৌলভীবাজারের সাধারন জনতা। মৌলভীবাজার এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মো. আব্দুল মতিন, গণজাগরন মঞ্চের আহ্বায়ক নাসির জামান, মনু থিয়েটারের সভাপতি আ.স.ম. সালেহ সোহেল, কমিউনিস্ট পার্টির সাধারন সম্পাদক নিলিমেষ ঘোষ প্রমূখ। বক্তরা বলেন, দেশের বড় দলগুলো পালাক্রমে ক্ষমতা দখলের ধ্বংসাতœক লড়াইয়ে লিপ্ত। তাদের এই মরনখেলার শিকার হচ্ছেন সাধারন জনগন। শিক্ষার্থীদের ভবিষ্যত হচ্ছে অনিশ্চিত। শুধু মানুষ পুড়িয়ে মেরেই ক্ষান্ত হচ্ছেনা দুর্বৃত্তরা; রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের মহড়া শুরু হয়েছে। মানুষের স্বাভাবিক জীবনযাপনের স্বার্থে ক্ষমতা দখলের এই বোমাবাজি-সন্ত্রাসের অসুস্থ লড়াই বন্ধ করতে সকল পক্ষের প্রতি আহ্বান জানান তারা। ঘন্টাব্যাপী এই মানববন্ধনে বিভিন্ন সামাজিক, প্রগতিশীল রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং ছাত্র-শিক্ষক-জনতা উপস্থিত ছিলেন। স্টাফ রিপোর্টার॥

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com