রাজনগরে পূর্বশত্রুতার জের ধরে ২ দল গ্রামবাসীর সংঘর্ষে ২০জন আহত
মৌলভীবাজারের রাজনগর উপজেলার কোনাগাঁও ও খাস প্রেমনগর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে দুইপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন ২০ জন। ১৫ জুলাই সোমবার রাত নয়টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, কোনাগাঁও গ্রামের মিনহাজ মিয়া ও খাসপ্রেমনগরের মান্নান মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে সোমবার রাতে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে তারা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করে। এতে দুইপক্ষের ২০ জন আহত হন। পরে খবর পেয়ে রাজনগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে রাজনগর থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে তবে আহতদের সংখ্যা এখনো জানা যায়নি।
মৌলভীবাজারের রাজনগর উপজেলার কোনাগাঁও ও খাস প্রেমনগর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে দুইপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন ২০ জন। ১৫ জুলাই সোমবার রাত নয়টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, কোনাগাঁও গ্রামের মিনহাজ মিয়া ও খাসপ্রেমনগরের মান্নান মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে সোমবার রাতে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে তারা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করে। এতে দুইপক্ষের ২০ জন আহত হন। পরে খবর পেয়ে রাজনগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে রাজনগর থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে তবে আহতদের সংখ্যা এখনো জানা যায়নি। ষ্টাফ রিপোর্টার॥
মন্তব্য করুন