রাজনগরে পূর্বশত্রুতার জের ধরে ২ দল গ্রামবাসীর সংঘর্ষে ২০জন আহত

July 15, 2013,

মৌলভীবাজারের রাজনগর উপজেলার কোনাগাঁও ও খাস প্রেমনগর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে দুইপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন ২০ জন। ১৫ জুলাই সোমবার রাত নয়টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, কোনাগাঁও গ্রামের মিনহাজ মিয়া ও খাসপ্রেমনগরের মান্নান মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে সোমবার রাতে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে তারা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করে। এতে দুইপক্ষের ২০ জন আহত হন। পরে খবর পেয়ে রাজনগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে রাজনগর থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে তবে আহতদের সংখ্যা এখনো জানা যায়নি।
মৌলভীবাজারের রাজনগর উপজেলার কোনাগাঁও ও খাস প্রেমনগর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে দুইপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন ২০ জন। ১৫ জুলাই সোমবার রাত নয়টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, কোনাগাঁও গ্রামের মিনহাজ মিয়া ও খাসপ্রেমনগরের মান্নান মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে সোমবার রাতে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে তারা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করে। এতে দুইপক্ষের ২০ জন আহত হন। পরে খবর পেয়ে রাজনগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে রাজনগর থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে তবে আহতদের সংখ্যা এখনো জানা যায়নি। ষ্টাফ রিপোর্টার॥

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com