ভাটেরা গ্যাসক্ষেত্রের ৫ নং কূপ খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন
মৌলভীবাজারের কুলাউড়ার উপজেলার ভাটেরা ইউনিয়নে অবস্থিত বরমচাল-ভাটেরা গ্যাসক্ষেত্রের পাঁচ নম্বর কূপ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সের তত্ত্বাবধানে খনন কাজ শুরু হয়েছে। ২৭ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৫ টায় পেট্রোবাংলা চেয়ারম্যান হোসেন মনসুর ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল বাকী এ কাজে আনুষ্টানিক উদ্বোধন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পেট্রোবাংলার পরিচালক(অপারেশন) ইঞ্জিনিয়ার কামরুজাম্মান, পরিচালক (পরিকল্পনা) মোঃ সাইফুল ইসলাম, বাপেক্্ের প্রজেক্ট ডিরিক্টর মেহেরুন হাসান প্রমুখ। বরমচাল-ভাটেরা গ্যাসক্ষেত্রের প্রকল্প ইনচার্জ মোঃ হাসানুজ্জামন জানান, বর্তমানে তিন নম্বর কূপ থেকে প্রতিদিন ২০ মিলিয়ন ঘনফুট ও চার নম্বর কূপ থেকে প্রতিদিন ১৯ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদিত হয়ে মোট ৩৯ মিলিয়ন ঘনফুট জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। তবে এক ও দুই নম্বর কূপ থেকে গ্যাস উৎপাদন বন্ধ রয়েছে। তিনি আরো জানান, আগামী ডিসেম্বর মাসের মধ্যে পাঁচ নম্বর কূপ থেকে প্রতিদিন ১৫ থেকে ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা যাবে। উল্লেখ্য ১০ সেপ্টেম্বর (মঙ্গলবার) ফেঞ্চুগঞ্জ গ্যাসক্ষেত্রের পাঁচ নম্বর কূপ খননের জন্য রিগ বিজয় স্থাপন করা হয়েছিল।
মৌলভীবাজারের কুলাউড়ার উপজেলার ভাটেরা ইউনিয়নে অবস্থিত বরমচাল-ভাটেরা গ্যাসক্ষেত্রের পাঁচ নম্বর কূপ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সের তত্ত্বাবধানে খনন কাজ শুরু হয়েছে। ২৭ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৫ টায় পেট্রোবাংলা চেয়ারম্যান হোসেন মনসুর ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল বাকী এ কাজে আনুষ্টানিক উদ্বোধন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পেট্রোবাংলার পরিচালক(অপারেশন) ইঞ্জিনিয়ার কামরুজাম্মান, পরিচালক (পরিকল্পনা) মোঃ সাইফুল ইসলাম, বাপেক্্ের প্রজেক্ট ডিরিক্টর মেহেরুন হাসান প্রমুখ। বরমচাল-ভাটেরা গ্যাসক্ষেত্রের প্রকল্প ইনচার্জ মোঃ হাসানুজ্জামন জানান, বর্তমানে তিন নম্বর কূপ থেকে প্রতিদিন ২০ মিলিয়ন ঘনফুট ও চার নম্বর কূপ থেকে প্রতিদিন ১৯ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদিত হয়ে মোট ৩৯ মিলিয়ন ঘনফুট জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। তবে এক ও দুই নম্বর কূপ থেকে গ্যাস উৎপাদন বন্ধ রয়েছে। তিনি আরো জানান, আগামী ডিসেম্বর মাসের মধ্যে পাঁচ নম্বর কূপ থেকে প্রতিদিন ১৫ থেকে ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা যাবে। উল্লেখ্য ১০ সেপ্টেম্বর (মঙ্গলবার) ফেঞ্চুগঞ্জ গ্যাসক্ষেত্রের পাঁচ নম্বর কূপ খননের জন্য রিগ বিজয় স্থাপন করা হয়েছিল। স্টাফ রিপোর্টার॥
মন্তব্য করুন