কাদের মোল্লার রায়ের প্রতিবাদে মৌলভীবাজারে জামায়াতের বিক্ষোভ মিছিল

September 19, 2013,

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী আব্দুল কাদের মোল্লার বিরুদ্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলার উদ্যেগে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসাবে আজ (১৭সেপ্টেম্বর) সকাল ১১:৩০ টায় জেলা শহরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পশ্চিম বাজার থেকে মিছিলটি শুরু হয়ে কুসুমবাগ সিটির সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জামায়াত আমীর আব্দুল মান্নান, জেলা সেক্রেটারী এম শাহেদ আলী, পৌর আমীর ইয়ামীর আলী, সদর উপজেলা আমীর আলাউদ্দিন শাহ, ছাত্রশিবিরের শহর সভাপতি হাফেজ তাজুল ইসলাম, জেলা সভাপতি দেলোওয়ার হোসেন, শহর সেক্রেটারী ফখরুল ইসলাম, জেলা সেক্রেটারী আব্দুল্লাহ আল মাহমুদ প্রমুখ। মিছিল পরবর্তী সমাবেশে জেলা আমীর আব্দুল মান্নান বলেন ‘জাতির আশা ভরসার শেষ কেন্দ্রস্তল আপিল বিভাগের রায়ে জনগন হতাশ হয়েছে। সমগ্র জাতিয়ে চরমক ভাবে ক্ষুদ্ধ আজকের এই মিছিল বাকশালী সরকারের প্রতি জনতার অনাস্থার বহিঃপ্রকাশ। জালেম সরকারের পতনের মাধ্যমে মজলুম মানবতার মুক্তি নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, গণহত্যা, গণগ্রেফতার,গণনির্যাতন বন্ধ না হলে এবং গণতান্ত্রিক কমৃসূচি পালনের সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেয়া না হলে জনতার প্রতিরোধে ফ্যাসিবাদী সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হবে। যেনতেনভাবে ক্ষমতা দীর্ঘায়িত করার অপচেষ্টা জনগন সফল হতে দেবেনা।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী আব্দুল কাদের মোল্লার বিরুদ্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলার উদ্যেগে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসাবে আজ (১৭সেপ্টেম্বর) সকাল ১১:৩০ টায় জেলা শহরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পশ্চিম বাজার থেকে মিছিলটি শুরু হয়ে কুসুমবাগ সিটির সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জামায়াত আমীর আব্দুল মান্নান, জেলা সেক্রেটারী এম শাহেদ আলী, পৌর আমীর ইয়ামীর আলী, সদর উপজেলা আমীর আলাউদ্দিন শাহ, ছাত্রশিবিরের শহর সভাপতি হাফেজ তাজুল ইসলাম, জেলা সভাপতি দেলোওয়ার হোসেন, শহর সেক্রেটারী ফখরুল ইসলাম, জেলা সেক্রেটারী আব্দুল্লাহ আল মাহমুদ প্রমুখ। মিছিল পরবর্তী সমাবেশে জেলা আমীর আব্দুল মান্নান বলেন ‘জাতির আশা ভরসার শেষ কেন্দ্রস্তল আপিল বিভাগের রায়ে জনগন হতাশ হয়েছে। সমগ্র জাতিয়ে চরমক ভাবে ক্ষুদ্ধ আজকের এই মিছিল বাকশালী সরকারের প্রতি জনতার অনাস্থার বহিঃপ্রকাশ। জালেম সরকারের পতনের মাধ্যমে মজলুম মানবতার মুক্তি নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, গণহত্যা, গণগ্রেফতার,গণনির্যাতন বন্ধ না হলে এবং গণতান্ত্রিক কমৃসূচি পালনের সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেয়া না হলে জনতার প্রতিরোধে ফ্যাসিবাদী সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হবে। যেনতেনভাবে ক্ষমতা দীর্ঘায়িত করার অপচেষ্টা জনগন সফল হতে দেবেনা। স্টাফ রিপোর্টর॥

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com