মীনা মিডিয়া এ্যাওয়ার্ড – ২০১৩ এর প্রতিযোগিতায় রেডিও পল্লীকণ্ঠের ২য় স্থান অর্জন
মৌলভীবাজারের কমিউনিটি রেডিও রেডিও পল্লীকন্ঠ শিশু অধিকার, শিশু স্বাস্থ্য বিষয়ক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান আলোর ভূবন নিয়ে ইউনিসেফ কর্তৃক ঘোষিত জাতীয় পর্যায়ের প্রতিযোগীতায় অংশ গ্রহন করে রেডিও ক্যাটাগরি (সৃজনশীল অনুষ্ঠান) মিডিয়া এ্যাওয়ার্ড ২০১৩ এ ২য় স্থান অর্জন করেছে। প্রকাশ থাকে যে, মীনা কার্টুন এর জন্মদিন উপলক্ষে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে ইউনিসেফ কর্তৃক ২০০৫ সাল থেকে যাত্রা শুরু করে মীনা মিডিয়া এ্যাওয়ার্ড । এই পুরস্কার গণমাধ্যমে শিশুদের বিষয়সমুহ তুলে ধরার ক্ষেত্রে উৎকর্ষ অর্জনকে স্বীকৃতি দিয়ে থাকে। প্রিন্ট,রেডিও বা টেলিভিশন মাধ্যমের সাথে যুক্ত বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে বাংলাদেশে প্রকাশিত/প্রচারিত, শিশুদের নিয়ে বা শিশুদের জন্য নির্মিত বিনোদনমূলক, সংবাদভিত্তিক বা জীবনধর্মী প্রকাশনা/অনুষ্ঠান এর জন্য ৬টি বিভাগে ( প্রিন্ট মাধ্যম – প্রতিবেদন, প্রিন্ট মাধ্যম – সৃজনশীল লেখা, টেলিভিশন-প্রতিবেদন, টেলিভিশন-সৃজনশীল অনুষ্ঠান, রেডিও – প্রতিবেদন, রেডিও – সৃজনশীল অনুষ্ঠান)। এ বছর সব বিভাগ মিলিয়ে সর্বমোট ৫০০ ( পাঁচশত) অনুষ্ঠান জমা পড়ে। রেডিও ক্যাটাগরি (সৃজনশীল অনুষ্ঠান) মিডিয়া এ্যাওয়ার্ড ২০১৩ এ ১ম পুরষ্কার হিসাবে রেডিও টুডে, একটি ক্রেস্ট, সনদপত্র এবং ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার) টাকা, ২য় পুরস্কার হিসেবে রেডিও পল্লীকন্ঠ এফ এম ৯৯.২, মৌলভীবাজার একটি ক্রেস্ট, সনদপত্র এবং ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) টাকা এবং ৩য় পুরস্কার হিসেবে বাংলাদেশ বেতার একটি ক্রেস্ট, সনদপত্র এবং ১৫,০০০.০০ (পনেরো হাজার) টাকার চেক গ্রহন করেন। গত ২৪ সেপ্টেম্বর, ২০১৩ তারিখ রুপসী বাংলা হোটেলের বলরুমে আয়োজিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী হাসানুল হক ইনু এমপি, মীনা মিডিয়া এওয়ার্ড ২০১৩ এ ২য় স্থান অর্জনকারী ( রেডিও ক্যাটাগরি – সৃজনশীল অনুষ্ঠান) রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মো. মেহেদী হাসান এর হাতে জাতীয় পর্যায়ের সম্মানজনক এই পুরস্কারটি তুলে দেন । অনুষ্ঠানে ইউনিসেপ বাংলাদেশের প্রতিনিধি মি. প্যাসকেল ভিলেনুবু, ইউনিসেপ এ্যাম্বাসেডার যাদুশিল্পি জুয়েল আইচ ও চিত্রনায়িকা মৌসুমী উপস্থিত ছিলেন।
মৌলভীবাজারের কমিউনিটি রেডিও রেডিও পল্লীকন্ঠ শিশু অধিকার, শিশু স্বাস্থ্য বিষয়ক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান আলোর ভূবন নিয়ে ইউনিসেফ কর্তৃক ঘোষিত জাতীয় পর্যায়ের প্রতিযোগীতায় অংশ গ্রহন করে রেডিও ক্যাটাগরি (সৃজনশীল অনুষ্ঠান) মিডিয়া এ্যাওয়ার্ড ২০১৩ এ ২য় স্থান অর্জন করেছে। প্রকাশ থাকে যে, মীনা কার্টুন এর জন্মদিন উপলক্ষে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে ইউনিসেফ কর্তৃক ২০০৫ সাল থেকে যাত্রা শুরু করে মীনা মিডিয়া এ্যাওয়ার্ড । এই পুরস্কার গণমাধ্যমে শিশুদের বিষয়সমুহ তুলে ধরার ক্ষেত্রে উৎকর্ষ অর্জনকে স্বীকৃতি দিয়ে থাকে। প্রিন্ট,রেডিও বা টেলিভিশন মাধ্যমের সাথে যুক্ত বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে বাংলাদেশে প্রকাশিত/প্রচারিত, শিশুদের নিয়ে বা শিশুদের জন্য নির্মিত বিনোদনমূলক, সংবাদভিত্তিক বা জীবনধর্মী প্রকাশনা/অনুষ্ঠান এর জন্য ৬টি বিভাগে ( প্রিন্ট মাধ্যম – প্রতিবেদন, প্রিন্ট মাধ্যম – সৃজনশীল লেখা, টেলিভিশন-প্রতিবেদন, টেলিভিশন-সৃজনশীল অনুষ্ঠান, রেডিও – প্রতিবেদন, রেডিও – সৃজনশীল অনুষ্ঠান)। এ বছর সব বিভাগ মিলিয়ে সর্বমোট ৫০০ ( পাঁচশত) অনুষ্ঠান জমা পড়ে। রেডিও ক্যাটাগরি (সৃজনশীল অনুষ্ঠান) মিডিয়া এ্যাওয়ার্ড ২০১৩ এ ১ম পুরষ্কার হিসাবে রেডিও টুডে, একটি ক্রেস্ট, সনদপত্র এবং ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার) টাকা, ২য় পুরস্কার হিসেবে রেডিও পল্লীকন্ঠ এফ এম ৯৯.২, মৌলভীবাজার একটি ক্রেস্ট, সনদপত্র এবং ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) টাকা এবং ৩য় পুরস্কার হিসেবে বাংলাদেশ বেতার একটি ক্রেস্ট, সনদপত্র এবং ১৫,০০০.০০ (পনেরো হাজার) টাকার চেক গ্রহন করেন। গত ২৪ সেপ্টেম্বর, ২০১৩ তারিখ রুপসী বাংলা হোটেলের বলরুমে আয়োজিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী হাসানুল হক ইনু এমপি, মীনা মিডিয়া এওয়ার্ড ২০১৩ এ ২য় স্থান অর্জনকারী ( রেডিও ক্যাটাগরি – সৃজনশীল অনুষ্ঠান) রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মো. মেহেদী হাসান এর হাতে জাতীয় পর্যায়ের সম্মানজনক এই পুরস্কারটি তুলে দেন । অনুষ্ঠানে ইউনিসেপ বাংলাদেশের প্রতিনিধি মি. প্যাসকেল ভিলেনুবু, ইউনিসেপ এ্যাম্বাসেডার যাদুশিল্পি জুয়েল আইচ ও চিত্রনায়িকা মৌসুমী উপস্থিত ছিলেন। স্টাফ রিপোর্টার॥
মন্তব্য করুন