বার্সা না রিয়াল, সিদ্ধান্ত নেইমারের
বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের কাছ থেকে নেইমারের প্রস্তাব গ্রহণ করেছে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস। তবে ক্লাব বাছাইয়ের সিদ্ধান্ত তরুণ স্ট্রাইকারের উপর পুরোপুরি ছেড়ে দিয়েছে তারা। প্রস্তাবের আর্থিক বিষয়টি আনুষ্ঠানিকভাবে খোলাসা করা হয়নি। ব্রাজিলিয়ান মিডিয়াগুলো জানিয়েছে, নেইমারকে কিনতে বার্সেলোনার চেয়ে সাত মিলিয়ন ইউরো বেশি দিতে রাজি রিয়াল (৩৫ মিলিয়ন ইউরো)। অবশ্য বেশি বেতন তারা দিতে চাইলেও অতীত বলে নেইমারের পছন্দ বার্সা। ব্যক্তিগতভাবে এর আগে লিওনেল মেসির পাশে খেলার ইচ্ছা জানিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা। সান্তোস ভাইস প্রেসিডেন্ট ওদিলিও রদ্রিগেজ জানালেন দুই ক্লাবের প্রস্তাবের আর্থিক পরিমাণ প্রায় একই ধরনের। তবে নেইমারের পছন্দ বার্সা এও স্বীকার করলেন তিনি। রিয়াল-বার্সার আগ্রহের বিষয়টি নেইমারও জানতে পেরেছেন। কিন্তু কোন দল বেছে নিবেন এধরনের আভাস পাওয়া যায়নি,আমি জেনে খুশি আমার প্রতি এই দুই ক্লাব আগ্রহী। আমি খুবই গর্বিত, আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত এটি। দুই প্রস্তাবই আমি সতর্কতার সঙ্গে বিবেচনা করব। বাড়ি গিয়ে আমার পরিবারের সঙ্গে বসে সিদ্ধান্ত নিব। কোনো তাড়া নেই আমার। সিদ্ধান্ত পাঁচ মিনিটের মধ্যে হতে পারে, আবার আধা ঘণ্টা বা তিন দিনও লেগে যেতে পারে। সিলভা সান্তোসও সন্তানকে সিদ্ধান্ত নেয়ার স্বাধীনতা দিলেন,তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত আমরা নিব না। এনিয়ে আমরা কথা বলব। দেখি ও কী চায়, ওই সিদ্ধান্ত নিবে।
বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের কাছ থেকে নেইমারের প্রস্তাব গ্রহণ করেছে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস। তবে ক্লাব বাছাইয়ের সিদ্ধান্ত তরুণ স্ট্রাইকারের উপর পুরোপুরি ছেড়ে দিয়েছে তারা। প্রস্তাবের আর্থিক বিষয়টি আনুষ্ঠানিকভাবে খোলাসা করা হয়নি। ব্রাজিলিয়ান মিডিয়াগুলো জানিয়েছে, নেইমারকে কিনতে বার্সেলোনার চেয়ে সাত মিলিয়ন ইউরো বেশি দিতে রাজি রিয়াল (৩৫ মিলিয়ন ইউরো)। অবশ্য বেশি বেতন তারা দিতে চাইলেও অতীত বলে নেইমারের পছন্দ বার্সা। ব্যক্তিগতভাবে এর আগে লিওনেল মেসির পাশে খেলার ইচ্ছা জানিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা। সান্তোস ভাইস প্রেসিডেন্ট ওদিলিও রদ্রিগেজ জানালেন দুই ক্লাবের প্রস্তাবের আর্থিক পরিমাণ প্রায় একই ধরনের। তবে নেইমারের পছন্দ বার্সা এও স্বীকার করলেন তিনি। রিয়াল-বার্সার আগ্রহের বিষয়টি নেইমারও জানতে পেরেছেন। কিন্তু কোন দল বেছে নিবেন এধরনের আভাস পাওয়া যায়নি,আমি জেনে খুশি আমার প্রতি এই দুই ক্লাব আগ্রহী। আমি খুবই গর্বিত, আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত এটি। দুই প্রস্তাবই আমি সতর্কতার সঙ্গে বিবেচনা করব। বাড়ি গিয়ে আমার পরিবারের সঙ্গে বসে সিদ্ধান্ত নিব। কোনো তাড়া নেই আমার। সিদ্ধান্ত পাঁচ মিনিটের মধ্যে হতে পারে, আবার আধা ঘণ্টা বা তিন দিনও লেগে যেতে পারে। সিলভা সান্তোসও সন্তানকে সিদ্ধান্ত নেয়ার স্বাধীনতা দিলেন,তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত আমরা নিব না। এনিয়ে আমরা কথা বলব। দেখি ও কী চায়, ওই সিদ্ধান্ত নিবে। স্পোর্টস ডেস্ক
মন্তব্য করুন