সিলেটি ২২৫টি ধামাইল গান সংগ্রহ করে পুস্তকাকারে প্রকাশ
যে কাজ করার কথা কলেজের অধ্যাপক কিংবা সাহিত্যিকদের সে কাজ করেছেন একজন অফিস সহকারী। তাই এ বিষিয়ে মূল্যায়নের ক্ষেত্রে তার গুরুত্বও তাদের চেয়ে কম নয়। গ্রামে গ্রামে ঘুরে সিলেটি ২২৫টি ধামাইল গান সংগ্রহ করে পুস্তকাকারে প্রকাশ করায় গানের সংগ্রাহক শ্রীমঙ্গল উপাধক্ষ্য আব্দুস শহীদ কলেজের অফিস সহকারী রামকৃষ্ণ সরকারকে উদ্যেশ করে এ উক্তি করেন বিদগ্ধ জনেরা। শনিবার শ্রীমঙ্গল প্রেসক্লাবে রামকৃষ্ণ সরকার সম্পাদতি সিলেটি ধামাইল গীত বই এর মোড়ক উন্মোচন করেন বাংলা একাডেমীর উপ পরিচালক ড. তপন বাগচী। শ্রীমঙ্গল প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গবেষক মাহফুজুর রহমান, শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি গোপাল দেব চৌধুরী ও বই এর প্রকাশক সীমা ভট্টাচার্য। শ্রীমঙ্গল সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক মিজানুর রহমান আলমের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্যদেন বইয়ের সম্পাদক রাম কৃষ্ণ সরকার, সিলেট বিভাগ ধামাইল নৃত্য উন্নয়ন পরিষদের সভাপতি শিক্ষক জহর তরফদার, অধ্যাপক অবিনাশ আচার্য, রবীন্দ্র নজরুল গবেষনা কেন্দ্রের পরিচালক অমিয় ভূষন ভট্টাচার্য, শ্রীমঙ্গল প্রেসক্লাব সহ সভাপতি সৈয়দ মোহাম্মদ আলী ও প্রেসক্লাব সদস্য এম এ রকিব প্রমূখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. তপন বাগচী আরো বলেন, প্রত্যেক এলাকায়ই নিজস্ব¿ কিছু সংস্কৃতি রয়েছে। সিলেটি ধামামাইল গান এরই একটি অংশ। সামাজিক বিবর্তনের ফলে তা আজ বিলুপ্তির পথে হলেও রাম কৃষ্ণ সরকারের মতো লোকেরা তা ধরে রাখার চেষ্টা করছেন। তাই আমাদের এ জাতীয় ঐতিহ্য ধরে রাখতে যারা কাজ করেন যার যার অবস্থান থেকে তাদের পাশে থাকা প্রয়োজন। সিলেটি ধামাইল গান এখনও সিলেট অঞ্চলের গ্রাম গঞ্জের মানুষের প্রাণ। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মধ্যে। বইটির মূল্য নিধারণ করা হয়েছে ১৫০ টাকা। প্রাপ্তিতে যোগাযোগ করা যেতে পারে রামকৃষ্ণ সরকার ০১৭১৭৪৪৬৫৭২।
যে কাজ করার কথা কলেজের অধ্যাপক কিংবা সাহিত্যিকদের সে কাজ করেছেন একজন অফিস সহকারী। তাই এ বিষিয়ে মূল্যায়নের ক্ষেত্রে তার গুরুত্বও তাদের চেয়ে কম নয়। গ্রামে গ্রামে ঘুরে সিলেটি ২২৫টি ধামাইল গান সংগ্রহ করে পুস্তকাকারে প্রকাশ করায় গানের সংগ্রাহক শ্রীমঙ্গল উপাধক্ষ্য আব্দুস শহীদ কলেজের অফিস সহকারী রামকৃষ্ণ সরকারকে উদ্যেশ করে এ উক্তি করেন বিদগ্ধ জনেরা। শনিবার শ্রীমঙ্গল প্রেসক্লাবে রামকৃষ্ণ সরকার সম্পাদতি সিলেটি ধামাইল গীত বই এর মোড়ক উন্মোচন করেন বাংলা একাডেমীর উপ পরিচালক ড. তপন বাগচী। শ্রীমঙ্গল প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গবেষক মাহফুজুর রহমান, শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি গোপাল দেব চৌধুরী ও বই এর প্রকাশক সীমা ভট্টাচার্য। শ্রীমঙ্গল সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক মিজানুর রহমান আলমের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্যদেন বইয়ের সম্পাদক রাম কৃষ্ণ সরকার, সিলেট বিভাগ ধামাইল নৃত্য উন্নয়ন পরিষদের সভাপতি শিক্ষক জহর তরফদার, অধ্যাপক অবিনাশ আচার্য, রবীন্দ্র নজরুল গবেষনা কেন্দ্রের পরিচালক অমিয় ভূষন ভট্টাচার্য, শ্রীমঙ্গল প্রেসক্লাব সহ সভাপতি সৈয়দ মোহাম্মদ আলী ও প্রেসক্লাব সদস্য এম এ রকিব প্রমূখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. তপন বাগচী আরো বলেন, প্রত্যেক এলাকায়ই নিজস্ব¿ কিছু সংস্কৃতি রয়েছে। সিলেটি ধামামাইল গান এরই একটি অংশ। সামাজিক বিবর্তনের ফলে তা আজ বিলুপ্তির পথে হলেও রাম কৃষ্ণ সরকারের মতো লোকেরা তা ধরে রাখার চেষ্টা করছেন। তাই আমাদের এ জাতীয় ঐতিহ্য ধরে রাখতে যারা কাজ করেন যার যার অবস্থান থেকে তাদের পাশে থাকা প্রয়োজন। সিলেটি ধামাইল গান এখনও সিলেট অঞ্চলের গ্রাম গঞ্জের মানুষের প্রাণ। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মধ্যে। বইটির মূল্য নিধারণ করা হয়েছে ১৫০ টাকা। প্রাপ্তিতে যোগাযোগ করা যেতে পারে রামকৃষ্ণ সরকার ০১৭১৭৪৪৬৫৭২। শ্রীমঙ্গল প্রতিনিধি॥
মন্তব্য করুন