শ্রী শ্রী কৃষ্ণের আবির্ভাব তিথি সিলেটে : মণিপুরীদের ব্যাপক কর্মসূচি

August 27, 2013,

সনাতন ধর্মের প্রাণপুরুষ ভগবান শ্রী শ্রী কৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে বুধবার (২৮ আগস্ট ২০১৩ ইংরেজী) সিলেট বিভাগীয় নগরীতে ব্যাপক কর্মসূচির আয়োজন করা হয়েছে। এরমধ্যে মণিপুরী বিষ্ণুপ্রিয়া জন্মাষ্টমী উদযাপন পরিষদের কর্মসূচি শুরু হবে শ্রী শ্রী কৃষ্ণের প্রতিকৃতিসহ সকাল ৮টায় নগর পরিক্রমার মধ্য দিয়ে। মাছিমপুর মণিপুরীপাড়া গোবিন্দজীউ মন্দির প্রাঙ্গনে উদ্ধোধনের পর নিম্বার্ক আশ্রম হয়ে আবার মাছিমপুর ফিরবে বর্ণাঢ্য নগর পরিক্রমা। নগর পরিক্রমা কর্মসূচির মাধ্যমে জন্মাষ্টমী উৎসব কর্মসূচির উদ্ধোধন করবেন সিলেটের নব নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী। দিবসটি উপলক্ষে সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত মাছিমপুরস্থ উৎসব প্রাঙ্গনে ভক্তবৃন্দদের জন্য ভার্চুয়াল ব্লাড ব্যাংক কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিষ্ণুপ্রিয়া মণিপুরী ডক্টরস এসাসিয়েশন(বি,এম,ডি,এ) আয়োজিত এই কর্মসূচিতে ফ্রি ব্লাড গ্রুপিং, নিবন্ধীকরণ, ভার্চুয়াল ব্লাড ব্যাংক ডায়েরী, ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন রেখেছে। এতে বাংলাদেশ মণিপুরী ছাত্র পরিষদ ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল করেজ হাসপাতাল রক্ত পরিসঞ্চালন বিভাগ সহযোগিতা করবে। জন্মাষ্টমী উৎসবের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে, বেলা সাড়ে ১১টায় ভক্তসঙ্গ সিলেটের পরিচালনায় কাব্য, ব্যাকরণ পুরাতীর্থ হেমন্ত কুমার সিংহ পলাশের পরিবেশনায় শ্রীমদ্ভাগবত পাঠ, বিকেল ৪টায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের কর্মকান্ড নিয়ে ইমাথৈ প্রোডাকশনের ডকুমেন্টারী ‘প্রভুর নিঙে’ প্রদর্শিত হবে। বিকেল ৫টায় গুণীজন সংবর্ধনা ও জন্মাষ্টমীর মাহাত্ম্য বিষয়ে আলোচনা সভা। এবারের সংবর্ধিত অতিথিরা হচ্ছেন, বিশিষ্ঠ মণিপুরী গায়ক গীতশ্রী শ্রী চন্দ্র মোহন সিংহ, বিশিষ্ঠ মণিপুরী গায়ক শ্রী জয়হরি সিংহ, বিশিষ্ঠ মণিপুরী গায়ক শ্রী লক্ষীণ সিংহ, বিশিষ্ঠ মণিপুরী গায়ক শ্রী হরিনারায়ণ সিংহ, বিশিষ্ঠ মণিপুরী মৃদঙ্গ বাদক শ্রী কন্নোং সিংহ, বিশিষ্ঠ মণিপুরী মৃদঙ্গ বাদক শ্রী পূর্ণ সিংহ ও বিশিষ্ঠ কবি ও নাট্যকার শ্রী সুভাশিস সিনহা সমীর। এছাড়া সন্ধ্যে সাড়ে ৭টায় আরতি, রাত ৯টায় জন্মাষ্টমী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত ১২টা ১ মিনিটে ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব স্মরণে দেবালয়ে শঙ্খধ্বনি, উলুধ্বনি, শ্রীশ্রী কৃষ্ণের পূজানুষ্ঠান, আরতি এবং সবশেষে মহাপ্রসাদ বিতরণের মধ্যদিয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি হবে। এসব অনুষ্ঠানে ভক্ত পূর্ণ্যার্থীদের উপস্থিতি কামনা করেছেন মণিপুরী বিষ্ণুপ্রিয়া জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সত্যজিত সিংহ সত্যবান ও সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ।
সনাতন ধর্মের প্রাণপুরুষ ভগবান শ্রী শ্রী কৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে বুধবার (২৮ আগস্ট ২০১৩ ইংরেজী) সিলেট বিভাগীয় নগরীতে ব্যাপক কর্মসূচির আয়োজন করা হয়েছে। এরমধ্যে মণিপুরী বিষ্ণুপ্রিয়া জন্মাষ্টমী উদযাপন পরিষদের কর্মসূচি শুরু হবে শ্রী শ্রী কৃষ্ণের প্রতিকৃতিসহ সকাল ৮টায় নগর পরিক্রমার মধ্য দিয়ে। মাছিমপুর মণিপুরীপাড়া গোবিন্দজীউ মন্দির প্রাঙ্গনে উদ্ধোধনের পর নিম্বার্ক আশ্রম হয়ে আবার মাছিমপুর ফিরবে বর্ণাঢ্য নগর পরিক্রমা। নগর পরিক্রমা কর্মসূচির মাধ্যমে জন্মাষ্টমী উৎসব কর্মসূচির উদ্ধোধন করবেন সিলেটের নব নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী। দিবসটি উপলক্ষে সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত মাছিমপুরস্থ উৎসব প্রাঙ্গনে ভক্তবৃন্দদের জন্য ভার্চুয়াল ব্লাড ব্যাংক কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিষ্ণুপ্রিয়া মণিপুরী ডক্টরস এসাসিয়েশন(বি,এম,ডি,এ) আয়োজিত এই কর্মসূচিতে ফ্রি ব্লাড গ্রুপিং, নিবন্ধীকরণ, ভার্চুয়াল ব্লাড ব্যাংক ডায়েরী, ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন রেখেছে। এতে বাংলাদেশ মণিপুরী ছাত্র পরিষদ ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল করেজ হাসপাতাল রক্ত পরিসঞ্চালন বিভাগ সহযোগিতা করবে। জন্মাষ্টমী উৎসবের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে, বেলা সাড়ে ১১টায় ভক্তসঙ্গ সিলেটের পরিচালনায় কাব্য, ব্যাকরণ পুরাতীর্থ হেমন্ত কুমার সিংহ পলাশের পরিবেশনায় শ্রীমদ্ভাগবত পাঠ, বিকেল ৪টায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের কর্মকান্ড নিয়ে ইমাথৈ প্রোডাকশনের ডকুমেন্টারী ‘প্রভুর নিঙে’ প্রদর্শিত হবে। বিকেল ৫টায় গুণীজন সংবর্ধনা ও জন্মাষ্টমীর মাহাত্ম্য বিষয়ে আলোচনা সভা। এবারের সংবর্ধিত অতিথিরা হচ্ছেন, বিশিষ্ঠ মণিপুরী গায়ক গীতশ্রী শ্রী চন্দ্র মোহন সিংহ, বিশিষ্ঠ মণিপুরী গায়ক শ্রী জয়হরি সিংহ, বিশিষ্ঠ মণিপুরী গায়ক শ্রী লক্ষীণ সিংহ, বিশিষ্ঠ মণিপুরী গায়ক শ্রী হরিনারায়ণ সিংহ, বিশিষ্ঠ মণিপুরী মৃদঙ্গ বাদক শ্রী কন্নোং সিংহ, বিশিষ্ঠ মণিপুরী মৃদঙ্গ বাদক শ্রী পূর্ণ সিংহ ও বিশিষ্ঠ কবি ও নাট্যকার শ্রী সুভাশিস সিনহা সমীর। এছাড়া সন্ধ্যে সাড়ে ৭টায় আরতি, রাত ৯টায় জন্মাষ্টমী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত ১২টা ১ মিনিটে ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব স্মরণে দেবালয়ে শঙ্খধ্বনি, উলুধ্বনি, শ্রীশ্রী কৃষ্ণের পূজানুষ্ঠান, আরতি এবং সবশেষে মহাপ্রসাদ বিতরণের মধ্যদিয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি হবে। এসব অনুষ্ঠানে ভক্ত পূর্ণ্যার্থীদের উপস্থিতি কামনা করেছেন মণিপুরী বিষ্ণুপ্রিয়া জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সত্যজিত সিংহ সত্যবান ও সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ। দীপাল কুমার সিংহ॥

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com