কমলগঞ্জে ২য় দিনের হরতালে ৩ পিকেটার আটক
১৮ দলীয় জোটের ডাকা হরতালের ২য় দিনে গত ২৮ অক্টোবর সোমবার মৌলভীবাজারের কমলগঞ্জে পিকেটিংকালে ৩ পিকেটারকে আটক করে কমলগঞ্জ থানা পুলিশ। সোমবার ভোর থেকে কমলগঞ্জ উপজেলা সদর, শমশেরনগর, পতনউষার, মুন্সীবাজার, আদমপুরসহ বিভিন্ন স্থানে পিকেটাররা রাস্তায় টায়ার জালিয়ে বিক্ষোভ মিছিল করে। দুপুরে উপজেলা বিএনপির একাংশের উদ্যোগে পৌর এলাকার ভানুগাছ বাজারের বিক্ষোভ মিছিল বের করে। হরতালের সময় সোমবার দুপুরে কমলগঞ্জ থানা পুলিশ ৩ জন পিকেটারকে আটক করে থানায় নিয়ে আসে। সোমবার সন্ধ্যায় আলাপকালে কমলগঞ্জ থানার ওসি নীহার রঞ্জন নাথ ৩ পিকেটার আটকের সত্যতা স্বীকার করে বলেন, সন্দেহজনকভাবে এদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
১৮ দলীয় জোটের ডাকা হরতালের ২য় দিনে গত ২৮ অক্টোবর সোমবার মৌলভীবাজারের কমলগঞ্জে পিকেটিংকালে ৩ পিকেটারকে আটক করে কমলগঞ্জ থানা পুলিশ। সোমবার ভোর থেকে কমলগঞ্জ উপজেলা সদর, শমশেরনগর, পতনউষার, মুন্সীবাজার, আদমপুরসহ বিভিন্ন স্থানে পিকেটাররা রাস্তায় টায়ার জালিয়ে বিক্ষোভ মিছিল করে। দুপুরে উপজেলা বিএনপির একাংশের উদ্যোগে পৌর এলাকার ভানুগাছ বাজারের বিক্ষোভ মিছিল বের করে। হরতালের সময় সোমবার দুপুরে কমলগঞ্জ থানা পুলিশ ৩ জন পিকেটারকে আটক করে থানায় নিয়ে আসে। সোমবার সন্ধ্যায় আলাপকালে কমলগঞ্জ থানার ওসি নীহার রঞ্জন নাথ ৩ পিকেটার আটকের সত্যতা স্বীকার করে বলেন, সন্দেহজনকভাবে এদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কমলগঞ্জ প্রতিনিধি॥
মন্তব্য করুন