কুলাউড়ায় বিএনপি নেতার ভাইর উপর হামলা-জুড়ীতে ট্রাকে আগুন
১৮ দলের ডাকা ৪৮ ঘন্টা অবরোধের ২য় দিনে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ভুয়াইবাজারে একটি ইটের মাল বোঝায় ট্রাকে আগুন দিয়েছেন স্থানীয়রা। গতকাল ২৭ নভেম্বর বুধবার দুপুর ২ টার দিকে কুলাউড়া-জুড়ী আঞ্চলিক সড়কের ভুয়াইবাজার এলাকায় এ ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, জুড়ী উপজেলা থেকে একটি মালবোঝাই ট্রাক কুলাউড়ার দিকে যাওয়ার পথে পথিমধ্যে ভুয়াইবাজার এলাকায় জায়ফরনগর ইউনিয়নের হাসনাবাদ গ্রামের আব্দুল হান্নানের ছেলে ফয়জুল ইসলাম (১৮) কে চাপা দেয় ট্রাকটি। পরে গুরুতর আহত ফয়জুল ইসলামকে স্থানীয়রা সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাৎক্ষনিক এলাকাবাসী ক্ষোভে ট্রাকটিতে আগুন লাগিয়ে দেন। খবর পেয়ে কুলাউড়া উপজেলার ফায়ার সার্ভিস এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁচ্ছে আগুন নিয়ন্ত্রনে আনে। অপরদিকে কুলাউড়ার জয়চন্ডি এলাকায় সকাল ১০টার দিকে কুলাউড়ার ভুকশীমইল স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির (ভারপ্রাপ্ত) সভাপতি ও উপজেলা বিএনপি নেতা হাবিবুর রহমান চিনুর ভাই ব্যবসায়ী মানিক মিয়ার মোটরসাইকেল আটকিয়ে হামলা চালালে আহত অবস্থায় তাকে কুলাউড়া হাসপাতালে ভর্তি করা হয়।
১৮ দলের ডাকা ৪৮ ঘন্টা অবরোধের ২য় দিনে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ভুয়াইবাজারে একটি ইটের মাল বোঝায় ট্রাকে আগুন দিয়েছেন স্থানীয়রা। গতকাল ২৭ নভেম্বর বুধবার দুপুর ২ টার দিকে কুলাউড়া-জুড়ী আঞ্চলিক সড়কের ভুয়াইবাজার এলাকায় এ ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, জুড়ী উপজেলা থেকে একটি মালবোঝাই ট্রাক কুলাউড়ার দিকে যাওয়ার পথে পথিমধ্যে ভুয়াইবাজার এলাকায় জায়ফরনগর ইউনিয়নের হাসনাবাদ গ্রামের আব্দুল হান্নানের ছেলে ফয়জুল ইসলাম (১৮) কে চাপা দেয় ট্রাকটি। পরে গুরুতর আহত ফয়জুল ইসলামকে স্থানীয়রা সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাৎক্ষনিক এলাকাবাসী ক্ষোভে ট্রাকটিতে আগুন লাগিয়ে দেন। খবর পেয়ে কুলাউড়া উপজেলার ফায়ার সার্ভিস এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁচ্ছে আগুন নিয়ন্ত্রনে আনে। অপরদিকে কুলাউড়ার জয়চন্ডি এলাকায় সকাল ১০টার দিকে কুলাউড়ার ভুকশীমইল স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির (ভারপ্রাপ্ত) সভাপতি ও উপজেলা বিএনপি নেতা হাবিবুর রহমান চিনুর ভাই ব্যবসায়ী মানিক মিয়ার মোটরসাইকেল আটকিয়ে হামলা চালালে আহত অবস্থায় তাকে কুলাউড়া হাসপাতালে ভর্তি করা হয়। কুলাউড়া অফিস॥
মন্তব্য করুন