কমলগঞ্জের চা বাগানে ১৮টি গোখরা সাপকে পিটিয়ে হত্যা
কমলগঞ্জ উপজেলার মির্তিঙ্গা চা বাগানের এক চা শ্রমিকের বসত ঘরের মেঝে থেকে শতাধিক ডিম সহ ছোট বড় ১৮টি গোখরা সাপ পিটিয়ে মারা হয়েছে। জানা যায়, মির্তিঙ্গা চা বাগানের তালতলী লাইনের বাসিন্দা চা শ্রমিক লক্ষ্মীচরণ উরাং এর বসত ঘরে ১২ আগষ্ট সোমবার সকালে গোখরা সাপের একটি বাচ্চা দেখে তা পিটিয়ে মারা হয়। এর কিছুক্ষণ পর ওই ঘরের একটি গর্ত থেকে আরও একটি সাপ বেরিয়ে এলে বস্তিতে আতংক ছড়িয়ে পড়ে। পরে লোকজন মিলে ওই সাপ পিটিয়ে হত্যা করেন। বসত ঘরে এবং ঘরের ওই গর্তে আরও সাপ থাকার আশংকায় ভেঙে ফেলা হয় বসত ঘরটি। তারপর ওই বসত ঘর ও গর্ত থেকে শতাধিক ডিম সহ ১৮টি ছোট বড় সাপ হত্যা করা হয়।
কমলগঞ্জ উপজেলার মির্তিঙ্গা চা বাগানের এক চা শ্রমিকের বসত ঘরের মেঝে থেকে শতাধিক ডিম সহ ছোট বড় ১৮টি গোখরা সাপ পিটিয়ে মারা হয়েছে। জানা যায়, মির্তিঙ্গা চা বাগানের তালতলী লাইনের বাসিন্দা চা শ্রমিক লক্ষ্মীচরণ উরাং এর বসত ঘরে ১২ আগষ্ট সোমবার সকালে গোখরা সাপের একটি বাচ্চা দেখে তা পিটিয়ে মারা হয়। এর কিছুক্ষণ পর ওই ঘরের একটি গর্ত থেকে আরও একটি সাপ বেরিয়ে এলে বস্তিতে আতংক ছড়িয়ে পড়ে। পরে লোকজন মিলে ওই সাপ পিটিয়ে হত্যা করেন। বসত ঘরে এবং ঘরের ওই গর্তে আরও সাপ থাকার আশংকায় ভেঙে ফেলা হয় বসত ঘরটি। তারপর ওই বসত ঘর ও গর্ত থেকে শতাধিক ডিম সহ ১৮টি ছোট বড় সাপ হত্যা করা হয়। কমলগঞ্জ প্রতিনিধি॥
মন্তব্য করুন