মনসা পূজার দিনে লোকালয়ে ধরা পড়া ফনি মনসা ও পদ্ম গোকরা সাপ বনে অবমুক্ত
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়েছে ফনি মনসা, পদ্ম গোকরা ও একটি হিমালয়ান ধুরা সাপ। হিন্দু সম্প্রদায়ের সর্পের দেবী মনসা পূজার দিনে মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গল উপজেলায় মানুষের হাতে ধরা পড়ে দেবী মনসার প্রধান বাহন একটি ফনিমনসা সাপসহ এ তিনটি সাপ। বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষ খবর পেয়ে সাপ গুলোকে উদ্ধার করে ১৭ আগষ্ট শনিবার দুপুরে লাউয়াছড়া বনের জানকী ছড়া এলাকায় অবমুক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা মর্তুজ আলী, ফরেস্টার জুলহাস মিয়া, বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান গোপাল দেব চৌধুরী, শামীম আক্তার হোসেন, সজল দেব ও বিকুল চক্রবর্ত্তী।
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়েছে ফনি মনসা, পদ্ম গোকরা ও একটি হিমালয়ান ধুরা সাপ। হিন্দু সম্প্রদায়ের সর্পের দেবী মনসা পূজার দিনে মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গল উপজেলায় মানুষের হাতে ধরা পড়ে দেবী মনসার প্রধান বাহন একটি ফনিমনসা সাপসহ এ তিনটি সাপ। বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষ খবর পেয়ে সাপ গুলোকে উদ্ধার করে ১৭ আগষ্ট শনিবার দুপুরে লাউয়াছড়া বনের জানকী ছড়া এলাকায় অবমুক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা মর্তুজ আলী, ফরেস্টার জুলহাস মিয়া, বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান গোপাল দেব চৌধুরী, শামীম আক্তার হোসেন, সজল দেব ও বিকুল চক্রবর্ত্তী। স্টাফ রিপোর্টার॥
মন্তব্য করুন