মানুষ মানুষের সাথে বেঈমানী করে কিন্তু গাছ মানুষের সাথে বেঈমানী করে না
মানুষকে যত করে গড়ে তুললেও অনেক সময় মানুষ মানুষের সাথে বেঈমানী করে, কিন্তু একটি গাছকে যত করে গড়ে তুললে সে গাছ মানুষের সাথে বেঈমানী করে না। তার উপকার নিশ্চিত। ৯ সেপ্টেম্বর সোমবার দুপুরে শ্রীমঙ্গল বুড়বুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে গাছের পরিচর্যা, রোপণ প্রনালী ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফিনলেটির ডিজিএম গোলাম মো. শিবলী এ কথা বলেন। তিনি আরো বলেন, গাছ মানুষের বড় বন্ধু। পরিবেশের ভারসাম্য রক্ষার অন্যতম এক বাহন। তাই সহযেই গাছ রোপন ও পরিচর্যা করে এক দিকে যেমন পরিবেশ রক্ষা হবে অন্যদিকে আমরা হবো অর্থননৈতিক ভাবে সমৃদ্ধ। সভায় আরো উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা ছবি দেব, বুড়বুুড়িয়া চা বাগান ব্যবস্থাপক, বাগান পঞ্চায়েত, শ্রীমঙ্গল প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্ত্তী ও সাংবাদিক আতাউর রহমান কাজল প্রমূখ। সভায় শিশু কিশোর ও বাগানের শ্রমিকদের গাছের রোপন ও পরিচর্যা প্রনালী উপস্থাপন শেষে বুড়বুড়িয়া চা বাগানের প্রায় দুই শতাধিক শিশু ও কিশোরের মধ্যে ফলজ ভেষজ ও বনজ বৃক্ষ বিতরণ করা হয়। এর আগে স্কুল ক্যাম্পাসে অতিথিরা বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করেন।
মানুষকে যত করে গড়ে তুললেও অনেক সময় মানুষ মানুষের সাথে বেঈমানী করে, কিন্তু একটি গাছকে যত করে গড়ে তুললে সে গাছ মানুষের সাথে বেঈমানী করে না। তার উপকার নিশ্চিত। ৯ সেপ্টেম্বর সোমবার দুপুরে শ্রীমঙ্গল বুড়বুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে গাছের পরিচর্যা, রোপণ প্রনালী ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফিনলেটির ডিজিএম গোলাম মো. শিবলী এ কথা বলেন। তিনি আরো বলেন, গাছ মানুষের বড় বন্ধু। পরিবেশের ভারসাম্য রক্ষার অন্যতম এক বাহন। তাই সহযেই গাছ রোপন ও পরিচর্যা করে এক দিকে যেমন পরিবেশ রক্ষা হবে অন্যদিকে আমরা হবো অর্থননৈতিক ভাবে সমৃদ্ধ। সভায় আরো উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা ছবি দেব, বুড়বুুড়িয়া চা বাগান ব্যবস্থাপক, বাগান পঞ্চায়েত, শ্রীমঙ্গল প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্ত্তী ও সাংবাদিক আতাউর রহমান কাজল প্রমূখ। সভায় শিশু কিশোর ও বাগানের শ্রমিকদের গাছের রোপন ও পরিচর্যা প্রনালী উপস্থাপন শেষে বুড়বুড়িয়া চা বাগানের প্রায় দুই শতাধিক শিশু ও কিশোরের মধ্যে ফলজ ভেষজ ও বনজ বৃক্ষ বিতরণ করা হয়। এর আগে স্কুল ক্যাম্পাসে অতিথিরা বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করেন। স্টাফ রিপোর্টার॥
মন্তব্য করুন