মৌলভীবাজারে ঈদ-উল-আজহার নামাজ অনুষ্টিত

October 17, 2013,

ধর্মীয় ভাবগাম্ভীর্যে মধ্যে দিয়ে মৌলভীবাজারে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। ১৬ অক্টোবর বুধবার সকাল ৭ টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় টাউন ঈদগাহ ময়দানে। ঈদের জামাতে সর্বস্থরের মানুষ এক কাতারে নামাজ আদায় করেন। প্রধান জামাতে ইমামতি করেন মাওলানা আব্দুল কাইয়ূম সিদ্দিকী। এরপর সকাল ৮টা ও ৯ টায় পৃথক দুটি জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজ পূর্বে শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংসদ সদস্য সৈয়দ মহসীন আলী, জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন। নামাজ শেষে একে অপরের সাথে কোলাকুলি করে ঈদের কুশল বিনিময় করেন। অপরদিকে শ্রীমঙ্গলের শাহী ঈদগায় সকাল আটটায় ঈদের নামাজ আদায় করেন জাতীয় সংসদের চীফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি। এছাড়াও রাজনগর, কুলাউড়া, বড়লেখা, কমলগঞ্জ, জুড়ী উপজেলায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে বিত্তশালীরা গবাদিপশু কোরবানী দেন এবং দরিদ্রদের মধ্যে কোরবানীর মাংশ বিতরণ করেন।
ধর্মীয় ভাবগাম্ভীর্যে মধ্যে দিয়ে মৌলভীবাজারে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। ১৬ অক্টোবর বুধবার সকাল ৭ টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় টাউন ঈদগাহ ময়দানে। ঈদের জামাতে সর্বস্থরের মানুষ এক কাতারে নামাজ আদায় করেন। প্রধান জামাতে ইমামতি করেন মাওলানা আব্দুল কাইয়ূম সিদ্দিকী। এরপর সকাল ৮টা ও ৯ টায় পৃথক দুটি জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজ পূর্বে শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংসদ সদস্য সৈয়দ মহসীন আলী, জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন। নামাজ শেষে একে অপরের সাথে কোলাকুলি করে ঈদের কুশল বিনিময় করেন। অপরদিকে শ্রীমঙ্গলের শাহী ঈদগায় সকাল আটটায় ঈদের নামাজ আদায় করেন জাতীয় সংসদের চীফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি। এছাড়াও রাজনগর, কুলাউড়া, বড়লেখা, কমলগঞ্জ, জুড়ী উপজেলায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে বিত্তশালীরা গবাদিপশু কোরবানী দেন এবং দরিদ্রদের মধ্যে কোরবানীর মাংশ বিতরণ করেন। স্টাফ রিপোর্টার॥

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com