মৌলভীবাজারের জানকীছড়া এলাকায় ব্রীজের গার্ডার ধ্বসে ১০ ঘন্টা বন্ধ থাকার পর সিলেটের সাথে ঢাকা-চট্রগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশনের কাছে জানকীছড়া এলাকায় প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের স্ত্রোতে রেলওয়ে ব্রীজের এটি গার্ডার ধ্বসে সোয়া ১০ ঘন্টা বন্ধ থাকার পর পূনরায় সিলেটের সাথে ঢাকা-চট্রগ্রামের রেল যোগাযোগ চালু হয়েছে। শ্রীমঙ্গল রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী মুজিবুর রহমান জানান ভারী বর্ষন ও পাহাড়ী ঢলে শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগানের জানকীছড়া এলাকায় রেলওয়ের ১৫৭ নং ব্রীজটির মুল গাডারের নিচের মাটি সরে গিয়ে ক্ষতিগ্রস্থ হওয়ায় ট্রেন চলাচল ৩ জুন শুক্রবার রাত ২ টায় বন্ধ হয়। সোয়া ১০ ঘন্টা মেরামত কাজ শেষে লাইনটি সচল করা হয়। রেলওয়ে লাইন ম্যানের মাধ্যমে তারা খবর পেয়ে কর্তৃপক্ষ এই ব্রীজের উপর দিয়ে ট্রেন চলাচল রাতেই বন্ধ করেন। এ অবস্থায় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটমুখী রাতের আন্তনগর উপবন এক্সপ্রেস ট্রেন শ্রীমঙ্গল স্টেশনে ও চট্রগ্রাম থেকে ছেড়ে আসা সিলেট মুখী আন্তনগর উদয়ন এক্সপ্রেস ট্রেন শায়েস্তাগঞ্জ স্টেশনে আটকা পড়ে। শ্রীমঙ্গলের স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম ঘটনার এর সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার সকাল থেকে এ রুটে আন্তনগর এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ ছিল। ব্রিজের মেরামতের পর দূপুর সোয়া বারোটায় আন্তনগর পাবত ট্রেন সিলেটের উদ্যেশ্যে ছেড়ে যায়। উল্লেখ্য চলতি বছরের ১৬ জানুয়ারি, ২৫ ফেব্রুয়ারি এবং ৪ এপ্রিল পাহাড়ী ঢলে এই রেলওয়ে ব্রীজ ভেঙ্গে গিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়েছিল।
মন্তব্য করুন