সরকার ঘোষিত শতভাগ পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কমলগঞ্জে পল্লী বিদ্যুৎ কর্মচারীদের মানববন্ধন
কমলগঞ্জ প্রতিনিধি॥ সরকার ঘোষিত পে-স্কেল বাস্তবায়ন না হওয়ায় শতভাগ পে-স্কেল ঈদ বোনাসসহ বাস্তবায়নের দাবিতে সারাদেশের ন্যায় মৌলভীবাজারের কমলগঞ্জে পল্লী বিদ্যুৎ কর্মচারীরা মানববন্ধন ও সমাবেশ করেছে। সোমবার ২৭ জুন সকাল ৯টায় কমলগঞ্জ জোনাল অফিসের সামনে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি শ্রমিকলীগ (জাতীয় শ্রমিক লীগ এর অন্তর্ভূক্ত) এর উদ্যোগে এক ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মানববন্ধন শেষে লাইনম্যান রায়হান আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জুনিয়র প্রকৌশলী হাবিবুর রহমান, বিলিং সহকারী রিংকু দেবী, পিসিএম বেলাল আহমদ, লাইনম্যান ফজলুল হক, আরিফ হোসেন, আক্তারুজ্জামান, আজিজুল হক প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, পিডিবি ও আরইবিরি কর্মকর্তা কর্মচারীদের পে-স্কেল বাস্তবায়ন হলেও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের পে-স্কেল বাস্তবায়ন হয়নি। ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত থেকেও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের পে-স্কেল বাস্তবায়ন না হওয়া খুবই দু:খজনক। অবিলম্বে সরকার ঘোষিত পে-স্কেল বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচী ঘোষনা করা হবে বলে হুশিয়ারি উচ্চারন করেন।
মন্তব্য করুন