মেসির অনুপস্থিতিতে লামেলা
আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের দলে প্রথমবারের মতো ডাক পেলেন এএস রোমা মিডফিল্ডার এরিক লামেলা। হ্যামস্ট্রিংয়ের চোটে শঙ্কায় থাকা লিওনেল মেসিও জায়গা পেয়েছেন আলেসান্দ্রো সাবেলার দলে। জুনে কলম্বিয়া ও ইকুয়েডরের সঙ্গে বাছাইপর্বের দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। চোট সেরে না উঠলে মাঠে নামানো হবে না মেসিকে। তার পরিবর্তে খেলবেন লামেলা। ২০১১ সালে প্রীতি ম্যাচে সর্বপ্রথম জাতীয় দলের জার্সি গায়ে পরেছিলেন তৎকালীন রিভার প্লেটের এই মিডফিল্ডার। দেড় বছর আগে সুইজারল্যান্ডের সঙ্গে প্রীতি ম্যাচে থাকলেও নামা হয়নি লামেলার। এন্ডারলেচকে বেলজিয়ান শিরোপা জিতিয়ে দলে সুযোগ পেয়েছেন মিডফিল্ডার লুকাস বিজলিয়া। ভেনেজুয়েলার বিপক্ষে জয় ও বলিভিয়ার মাঠে ড্রয়ের ম্যাচে থাকলেও বাদ পড়েছেন উইগান অ্যাথলেটিক স্ট্রাইকার ফ্রাঙ্কো ডি সান্তো। ৭ জুন প্রথম ম্যাচে কলম্বিয়াকে স্বাগত জানাবে সাবেলার দল। চারদিন পর ইকুয়েডরের মাঠে নামবে তারা। ম্যাচ দুটি জিতলে ব্রাজিল বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাবে দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের। লাতিন আমেরিকার বাছাইপর্বে নয় দলের গ্রুপে ১২ ম্যাচে ২৪ পয়েন্টে শীর্ষে আর্জেন্টিনা। ২০ পয়েন্টে দ্বিতীয় স্থানে ইকুয়েডর, তৃতীয় স্থানে থাকা কলম্বিয়ার সংগ্রহ ১৯। দুদলই একটি করে ম্যাচ কম খেলেছে। গ্রুপের শীর্ষ চারটি দল অক্টোবরে সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট পাবে। পঞ্চম দলটি নভেম্বরে প্লে অফে খেলবে এশিয়ান দলের সঙ্গে। আর্জেন্টিনা দল- গোলরক্ষক: সার্জিও রোমেরো, মারিয়ানো আন্দুজার; ডিফেন্ডার: পাবলো জাবালেতা, হুগো ক্যাম্পাগনারো, এজিকুয়েল গ্যারে, ফেডেরিকো ফার্নান্দেজ, ফ্যাব্রিসিও কলোচ্চিনি, হোসে বাসান্তা, মার্কোস রোজো; মিডফিল্ডার: হাভিয়ের মাচেরানো, এভার বানেগা, ওয়াল্টার মন্টিয়ো, হোসে সোসা, অগাস্তো ফার্নান্দেজ, লুকাস বিজলিয়া, পাবলো গুইনাজু, অ্যাঞ্জেল ডি মারিয়া, এরিক লামেলা; ফরোয়ার্ড: লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়েন, এজিকুয়েল লাভেজ্জি, রদ্রিগো পালাসিও, সার্জিও আগুয়েরো।
আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের দলে প্রথমবারের মতো ডাক পেলেন এএস রোমা মিডফিল্ডার এরিক লামেলা। হ্যামস্ট্রিংয়ের চোটে শঙ্কায় থাকা লিওনেল মেসিও জায়গা পেয়েছেন আলেসান্দ্রো সাবেলার দলে। জুনে কলম্বিয়া ও ইকুয়েডরের সঙ্গে বাছাইপর্বের দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। চোট সেরে না উঠলে মাঠে নামানো হবে না মেসিকে। তার পরিবর্তে খেলবেন লামেলা। ২০১১ সালে প্রীতি ম্যাচে সর্বপ্রথম জাতীয় দলের জার্সি গায়ে পরেছিলেন তৎকালীন রিভার প্লেটের এই মিডফিল্ডার। দেড় বছর আগে সুইজারল্যান্ডের সঙ্গে প্রীতি ম্যাচে থাকলেও নামা হয়নি লামেলার। এন্ডারলেচকে বেলজিয়ান শিরোপা জিতিয়ে দলে সুযোগ পেয়েছেন মিডফিল্ডার লুকাস বিজলিয়া। ভেনেজুয়েলার বিপক্ষে জয় ও বলিভিয়ার মাঠে ড্রয়ের ম্যাচে থাকলেও বাদ পড়েছেন উইগান অ্যাথলেটিক স্ট্রাইকার ফ্রাঙ্কো ডি সান্তো। ৭ জুন প্রথম ম্যাচে কলম্বিয়াকে স্বাগত জানাবে সাবেলার দল। চারদিন পর ইকুয়েডরের মাঠে নামবে তারা। ম্যাচ দুটি জিতলে ব্রাজিল বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাবে দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের। লাতিন আমেরিকার বাছাইপর্বে নয় দলের গ্রুপে ১২ ম্যাচে ২৪ পয়েন্টে শীর্ষে আর্জেন্টিনা। ২০ পয়েন্টে দ্বিতীয় স্থানে ইকুয়েডর, তৃতীয় স্থানে থাকা কলম্বিয়ার সংগ্রহ ১৯। দুদলই একটি করে ম্যাচ কম খেলেছে। গ্রুপের শীর্ষ চারটি দল অক্টোবরে সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট পাবে। পঞ্চম দলটি নভেম্বরে প্লে অফে খেলবে এশিয়ান দলের সঙ্গে। আর্জেন্টিনা দল- গোলরক্ষক: সার্জিও রোমেরো, মারিয়ানো আন্দুজার; ডিফেন্ডার: পাবলো জাবালেতা, হুগো ক্যাম্পাগনারো, এজিকুয়েল গ্যারে, ফেডেরিকো ফার্নান্দেজ, ফ্যাব্রিসিও কলোচ্চিনি, হোসে বাসান্তা, মার্কোস রোজো; মিডফিল্ডার: হাভিয়ের মাচেরানো, এভার বানেগা, ওয়াল্টার মন্টিয়ো, হোসে সোসা, অগাস্তো ফার্নান্দেজ, লুকাস বিজলিয়া, পাবলো গুইনাজু, অ্যাঞ্জেল ডি মারিয়া, এরিক লামেলা; ফরোয়ার্ড: লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়েন, এজিকুয়েল লাভেজ্জি, রদ্রিগো পালাসিও, সার্জিও আগুয়েরো। স্পোর্টস ডেস্ক
মন্তব্য করুন