কুলাউড়ায় চা শ্রমিক খুন
মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল চা বাগানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ২ জুলাই মঙ্গলবার রাতে প্রতিবেশির দায়ের কোপে গোপাল বানিকা (৩৫) নামে এক চা শ্রমিক খুন হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, শিশুদের মারামারিকে কেন্দ্র করে সাগরনাল চা বাগানের নিচ লাইনের বেচু বানিকার ছেলে গোপাল বানিকার সাথে প্রতিবেশি রাজন ও সাজনের বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে রাজন ও সাজন ধারালো দা দিয়ে গোপাল ও তার স্ত্রীর উপর হামলা চালায়। তাদের দায়ের কোপে গোপাল ঘটনাস্থলেই মারা যান। গোপালের স্ত্রী ও তাদের এক শিশু মারাত্মক আহত হয়। সংবাদ পেয়ে রাত ১২ টায় জুড়ী পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল চা বাগানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ২ জুলাই মঙ্গলবার রাতে প্রতিবেশির দায়ের কোপে গোপাল বানিকা (৩৫) নামে এক চা শ্রমিক খুন হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, শিশুদের মারামারিকে কেন্দ্র করে সাগরনাল চা বাগানের নিচ লাইনের বেচু বানিকার ছেলে গোপাল বানিকার সাথে প্রতিবেশি রাজন ও সাজনের বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে রাজন ও সাজন ধারালো দা দিয়ে গোপাল ও তার স্ত্রীর উপর হামলা চালায়। তাদের দায়ের কোপে গোপাল ঘটনাস্থলেই মারা যান। গোপালের স্ত্রী ও তাদের এক শিশু মারাত্মক আহত হয়। সংবাদ পেয়ে রাত ১২ টায় জুড়ী পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। কুলাউড়া অফিস :
মন্তব্য করুন