কুলাউড়ায় গণমুক্তির গানের দল কর্তৃক ভারতীয় সম্প্রসারণবাদ প্রতিরোধ দিবস পালিত

July 5, 2013,

ভারতীয় সম্প্রসারণবাদ প্রতিরোধ দিবস ছিলো গতকাল ৫ জুলাই শুক্রবার। এ উপলক্ষে গণমুক্তির গানের দল ( মুক্তির দল) কুলাউড়া উপজেলা শাখা ওই দিন কালিটি চা বাগানের স্থানীয় কার্যালয়ে প্রতিবাদী আলোচনা সভার আয়োজন করে। রক্তের বিনিময়ে অর্জিত এই দিবসটি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের, লুণ্ঠকের বিরুদ্ধে লুণ্ঠিতের, শোষকের বিরুদ্ধে শোষিতের, কুৎসিতের বিরুদ্ধে সুন্দরের, জুলুমবাজের বিরুদ্ধে গণসাধারণের জেগে ওঠার, ফুঁসে ওঠার এবং আত্মত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার প্রেরণা জাগায়। প্রতিবাদী আলোচনা সভায় বক্তারা সবাইকে উত্তরণের একটি মাত্র ইতিহাস নির্দিষ্ট পথ বিপ্লব তথা নয়াগণতান্ত্রিক বিপ্লব সফল করার বৈপ্লবিক আহ্বান জানান। ভারতীয় সম্প্রসারণবাদ প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত প্রতিবাদী আলোচনা সভায় অংশগ্রহণ করেন পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কমরেড আব্দুল লতিফ, গণমুক্তির সহ সভাপতি, কর্মধা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুকান্ত দেবনাথ, কমরেড কাশি দাস, জনার্দন দাস, ফরমান আলী, সাংস্কৃতিক সম্পাদক বাবুল চন্দ্র দাস, কবি ও শিক্ষক সঞ্জয় দেবনাথ, সাংগঠনিক সম্পাদক রাজন দাস, স্বপন মেহেদী, লিটন সাহা, সত্যনারায়ণ, লক্ষ¥ীনারায়ণ, পণকুমার, হরিকুমার প্রমুখ। গণমুক্তির সভাপতি কমরেড বিশ্বজিৎ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কমরেড দয়াল অলমিক। প্রসঙ্গত, ওইদিন বিকাল ৪টায় ঢাকায় শাহবাগ জাদুঘর গেইটের সম্মুখে কমরেড হাসান ফকরীর সভাপতিত্বে ভারতীয় সম্প্রসারণবাদ প্রতিরোধ দিবস পালন করে ল্যাম্পপোস্ট।
ভারতীয় সম্প্রসারণবাদ প্রতিরোধ দিবস ছিলো গতকাল ৫ জুলাই শুক্রবার। এ উপলক্ষে গণমুক্তির গানের দল ( মুক্তির দল) কুলাউড়া উপজেলা শাখা ওই দিন কালিটি চা বাগানের স্থানীয় কার্যালয়ে প্রতিবাদী আলোচনা সভার আয়োজন করে। রক্তের বিনিময়ে অর্জিত এই দিবসটি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের, লুণ্ঠকের বিরুদ্ধে লুণ্ঠিতের, শোষকের বিরুদ্ধে শোষিতের, কুৎসিতের বিরুদ্ধে সুন্দরের, জুলুমবাজের বিরুদ্ধে গণসাধারণের জেগে ওঠার, ফুঁসে ওঠার এবং আত্মত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার প্রেরণা জাগায়। প্রতিবাদী আলোচনা সভায় বক্তারা সবাইকে উত্তরণের একটি মাত্র ইতিহাস নির্দিষ্ট পথ বিপ্লব তথা নয়াগণতান্ত্রিক বিপ্লব সফল করার বৈপ্লবিক আহ্বান জানান। ভারতীয় সম্প্রসারণবাদ প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত প্রতিবাদী আলোচনা সভায় অংশগ্রহণ করেন পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কমরেড আব্দুল লতিফ, গণমুক্তির সহ সভাপতি, কর্মধা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুকান্ত দেবনাথ, কমরেড কাশি দাস, জনার্দন দাস, ফরমান আলী, সাংস্কৃতিক সম্পাদক বাবুল চন্দ্র দাস, কবি ও শিক্ষক সঞ্জয় দেবনাথ, সাংগঠনিক সম্পাদক রাজন দাস, স্বপন মেহেদী, লিটন সাহা, সত্যনারায়ণ, লক্ষ¥ীনারায়ণ, পণকুমার, হরিকুমার প্রমুখ। গণমুক্তির সভাপতি কমরেড বিশ্বজিৎ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কমরেড দয়াল অলমিক। প্রসঙ্গত, ওইদিন বিকাল ৪টায় ঢাকায় শাহবাগ জাদুঘর গেইটের সম্মুখে কমরেড হাসান ফকরীর সভাপতিত্বে ভারতীয় সম্প্রসারণবাদ প্রতিরোধ দিবস পালন করে ল্যাম্পপোস্ট। কুলাউড়া অফিস :

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com