নারী শিক্ষার উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে —চিফ হুইপ
বর্তমান শেখ হাসিনার সরকার নারী শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে ¯াতক পর্যায়ে মেয়ে শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হচ্ছে। আগামীতে ছেলে শিক্ষার্থীদেরও উপবৃত্তি প্রদান করা হবে। শিক্ষার উন্নয়ন করা হলে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন ভিশন ২০২১ বাস্তায়ন করা সহজ হবে। ৭ জুলাই রোববার সকাল ১১টায় কমলগঞ্জ গণ-মহাবিদ্যালয়ে ¯াতক পর্যায়ের ছাত্রীদের উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি এ কথাগুলো বলেন। প্রভাষক রায়হান সেলিমের সঞ্চালনায় কমলগঞ্জ গণ-মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. কামরুজ্জামান মিঞার সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো: কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার এম, এ মাসুদ, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, সাবেক অধ্যক্ষ রসময় মোহান্ত। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক নূরুল ইসলাম, ইমতিয়াজ আহমেদ, সৈয়দ সালেহ আহমদ প্রমুখ। অনুষ্ঠানে কমলগঞ্জ গণ মহাবিদ্যালয় ও সফাত আলী সিনিয়র মাদ্রসার মোট ১৩৬ জন শিক্ষার্থীকে নগদ ৫ হাজার ৬২০ টাকা হারে বৃত্তি প্রদান করা হয়।
বর্তমান শেখ হাসিনার সরকার নারী শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে ¯াতক পর্যায়ে মেয়ে শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হচ্ছে। আগামীতে ছেলে শিক্ষার্থীদেরও উপবৃত্তি প্রদান করা হবে। শিক্ষার উন্নয়ন করা হলে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন ভিশন ২০২১ বাস্তায়ন করা সহজ হবে। ৭ জুলাই রোববার সকাল ১১টায় কমলগঞ্জ গণ-মহাবিদ্যালয়ে ¯াতক পর্যায়ের ছাত্রীদের উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি এ কথাগুলো বলেন। প্রভাষক রায়হান সেলিমের সঞ্চালনায় কমলগঞ্জ গণ-মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. কামরুজ্জামান মিঞার সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো: কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার এম, এ মাসুদ, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, সাবেক অধ্যক্ষ রসময় মোহান্ত। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক নূরুল ইসলাম, ইমতিয়াজ আহমেদ, সৈয়দ সালেহ আহমদ প্রমুখ। অনুষ্ঠানে কমলগঞ্জ গণ মহাবিদ্যালয় ও সফাত আলী সিনিয়র মাদ্রসার মোট ১৩৬ জন শিক্ষার্থীকে নগদ ৫ হাজার ৬২০ টাকা হারে বৃত্তি প্রদান করা হয়। কমলগঞ্জ প্রতিনিধি॥
মন্তব্য করুন