সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী গুরুতর আহত : মোবাইল সেটসহ ৯৬ হাজার টাকা লুট
পূর্ব বিরোধের জের ধরে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ব্রিজের উপর ৯ জুলাই রোববার সন্ধ্যা ৭টায় সন্ত্রাসী হামলার ঘটনায় এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। এ সময় সন্ত্রাসীরা তার সাথে থাকা নগদ ৯৬ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয়। আশঙ্কাজনক অবস্থায় আহত ব্যবসায়ী চুনু মিয়াকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাজনগর সদর উপজেলার খাসপ্রেমনগর গ্রামের ধান ব্যবসায়ী চুনু মিয়া একটি মামলার সাক্ষী হওয়ায় আসামী পক্ষের লোকজন তাকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে আসছিল। এ ব্যাপারে মামলার বাদীর রাজনগর থানায় একটি জিডি এন্ট্রিও রয়েছে। রোববার চুনু মিয়া মৌলভীবাজার সরকারী খাদ্য গোদামে ধান বিক্রির টাকা নিয়ে বাড়িতে যাওয়ার সময় পূর্ব থেকে ওতপ্রেতে থাকা মামলার আসামী রাজনগর উপজেলার কোণাগাও গ্রামের মিনহাজ মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী শহরের চাঁদনীঘাট ব্রিজের উপর তার উপর হামলা করে। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে চুনু মিয়ার পিঠ, কোমর, উরু ও পায়ে মারাত্মক জখম হয়। তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়ার পর অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। মৌলভীবাজার মডেল থানার এসআই গিয়াস বলেন, এ ব্যাপারে থানায় একটি অভিযোগ প্রদান করা হয়েছে। প্রাথমিক তদন্ত চলছে।
পূর্ব বিরোধের জের ধরে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ব্রিজের উপর ৯ জুলাই রোববার সন্ধ্যা ৭টায় সন্ত্রাসী হামলার ঘটনায় এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। এ সময় সন্ত্রাসীরা তার সাথে থাকা নগদ ৯৬ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয়। আশঙ্কাজনক অবস্থায় আহত ব্যবসায়ী চুনু মিয়াকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাজনগর সদর উপজেলার খাসপ্রেমনগর গ্রামের ধান ব্যবসায়ী চুনু মিয়া একটি মামলার সাক্ষী হওয়ায় আসামী পক্ষের লোকজন তাকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে আসছিল। এ ব্যাপারে মামলার বাদীর রাজনগর থানায় একটি জিডি এন্ট্রিও রয়েছে। রোববার চুনু মিয়া মৌলভীবাজার সরকারী খাদ্য গোদামে ধান বিক্রির টাকা নিয়ে বাড়িতে যাওয়ার সময় পূর্ব থেকে ওতপ্রেতে থাকা মামলার আসামী রাজনগর উপজেলার কোণাগাও গ্রামের মিনহাজ মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী শহরের চাঁদনীঘাট ব্রিজের উপর তার উপর হামলা করে। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে চুনু মিয়ার পিঠ, কোমর, উরু ও পায়ে মারাত্মক জখম হয়। তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়ার পর অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। মৌলভীবাজার মডেল থানার এসআই গিয়াস বলেন, এ ব্যাপারে থানায় একটি অভিযোগ প্রদান করা হয়েছে। প্রাথমিক তদন্ত চলছে। ষ্টাফ রিপোর্টার॥
মন্তব্য করুন