সন্ত্রাসীদের হামলায় ছাত্রদলের সাধারন সম্পাদক গুরুতর আহত

July 8, 2013,

মৌলভীবাজার সরকারী কলেজ এর সামনে বহিরাগত সন্ত্রাসীদেও হামলায় গুরুতর আহত হয়েছেন কলেজ ছাত্রদল সাধারন সম্পাদক নাছিম আহমদ বাপ্পি। ঘটনার পর ছাত্রদলের নেতাকমীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গুরুতর আহত নাছিম(২৫)কে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। স্থানীয়রা জানান, ৮ জুলাই সোমবার সন্ধ্যায় কলেজ ছাত্র দলের সাধারন সম্পাদক নাছিম বিকেলে কলেজের সম্মুখে একটি ফার্মেসীসে বসা অবস্থায় মটর সাইকেল করে কতিপয় সন্ত্রাসীরা আক্রমন চালায়। এসময় সন্ত্রাসীরা ফার্মেসীর ভেতরে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারী খুপিয়ে ও ভাংচুর করে ঘটনাস্থল ত্যাগ করে। এ খবর ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। মৌলভীবাজার জেলা ছাত্রদলের আহবায়ক জাকির হোসেন উজ্বল জানান, বাপ্পীর ব্যবসায়ী প্রতিষ্টানের ভিতরে প্রবেশ করে এক দল সন্ত্রাসী তার উপর দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এটি একটি পরিকল্পিত হত্যার চেষ্টা। তারা অভিলম্বে নাছিমের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন। মৌলভীবাজার মডেল থানা অফিসার ইনচার্জ আজিজুর রহমান জানান,কলেজে ভর্ত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হামলা হতে পারে। এ ব্যাপারে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।
মৌলভীবাজার সরকারী কলেজ এর সামনে বহিরাগত সন্ত্রাসীদেও হামলায় গুরুতর আহত হয়েছেন কলেজ ছাত্রদল সাধারন সম্পাদক নাছিম আহমদ বাপ্পি। ঘটনার পর ছাত্রদলের নেতাকমীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গুরুতর আহত নাছিম(২৫)কে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। স্থানীয়রা জানান, ৮ জুলাই সোমবার সন্ধ্যায় কলেজ ছাত্র দলের সাধারন সম্পাদক নাছিম বিকেলে কলেজের সম্মুখে একটি ফার্মেসীসে বসা অবস্থায় মটর সাইকেল করে কতিপয় সন্ত্রাসীরা আক্রমন চালায়। এসময় সন্ত্রাসীরা ফার্মেসীর ভেতরে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারী খুপিয়ে ও ভাংচুর করে ঘটনাস্থল ত্যাগ করে। এ খবর ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। মৌলভীবাজার জেলা ছাত্রদলের আহবায়ক জাকির হোসেন উজ্বল জানান, বাপ্পীর ব্যবসায়ী প্রতিষ্টানের ভিতরে প্রবেশ করে এক দল সন্ত্রাসী তার উপর দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এটি একটি পরিকল্পিত হত্যার চেষ্টা। তারা অভিলম্বে নাছিমের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন। মৌলভীবাজার মডেল থানা অফিসার ইনচার্জ আজিজুর রহমান জানান,কলেজে ভর্ত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হামলা হতে পারে। এ ব্যাপারে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে। ষ্টাফ রিপোর্টার॥

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com