মৌলভীবাজার গ্রেটার ওয়েল ফেয়ার ষ্টাস্ট ইউকে এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
আসন্ন প্রবিত্র মাহে রমজানকে সামনে রেখে গ্রেটার মৌলভীবাজার ওয়েল ফেয়ার ষ্টাস্ট এর উদ্যোগে এগারশত দরিদ্র পরিবারের মধ্যে বিতরন করা হয়েছে ইফতার সামগ্রী। গ্রেটার ওয়েল ফেয়ার ষ্টাস্ট এর বাংলাদেশ নির্বাহী শহীদুল আলম আজাদ এর নেতৃত্বে সংগঠনের বাংলাদেশী সদস্যরা গত পহেলা জুলাই থেকে সিলেট বিভাগের সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজারের ২৫ টি গ্রামে হত দরিদ্রদের মধ্যে এ সামগ্রী বিতরন করেন। বিতরন কৃত এ সকল সামগ্রীর মধ্যে রয়েছে পচিশ শত টাকা মুল্যমানের চাল, ডাল, তৈল, চিনি, লবন, সেমাই, দুধ, চানাসহ ১৫টি আইটেম। গত মে মাসে লন্ডন ক্যামরেন সিটি টাউন হলে গ্রেটার ওলেফেয়ার ষ্টাস্ট ইউকে আয়োজিত এক সভায় প্রবাসীরা ২৫ হাজার পাউন্ড বাংলাদেশের দরিদ্র জনসাধারনদের রমজানে ইফতারের জন্য সহায়তার প্রতিশ্রুতিদেন এবং সে অর্থের ২২ হাজার পাউন্ড ইতিমধ্যে পরিশোধিত হলে এই অর্থ দিয়ে ১১ পরিবারের মধ্যে তা বিতরন করা হয়। বিতরনের ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার সকালে মৌলভীবাজারের থানার বাজার এলাকায় দুশতাধিক পরিবারের মধ্যে এ সামগ্রী তুলেদন ওয়েল ফেয়ার ষ্টাস্টের শহিদুল আলম আজাদ,মনসুর আলী জাকির, সৈয়দ মুজিবুর রহমান, আকলিছ মিয়া ও নজরুল ইসলাম।
আসন্ন প্রবিত্র মাহে রমজানকে সামনে রেখে গ্রেটার মৌলভীবাজার ওয়েল ফেয়ার ষ্টাস্ট এর উদ্যোগে এগারশত দরিদ্র পরিবারের মধ্যে বিতরন করা হয়েছে ইফতার সামগ্রী। গ্রেটার ওয়েল ফেয়ার ষ্টাস্ট এর বাংলাদেশ নির্বাহী শহীদুল আলম আজাদ এর নেতৃত্বে সংগঠনের বাংলাদেশী সদস্যরা গত পহেলা জুলাই থেকে সিলেট বিভাগের সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজারের ২৫ টি গ্রামে হত দরিদ্রদের মধ্যে এ সামগ্রী বিতরন করেন। বিতরন কৃত এ সকল সামগ্রীর মধ্যে রয়েছে পচিশ শত টাকা মুল্যমানের চাল, ডাল, তৈল, চিনি, লবন, সেমাই, দুধ, চানাসহ ১৫টি আইটেম। গত মে মাসে লন্ডন ক্যামরেন সিটি টাউন হলে গ্রেটার ওলেফেয়ার ষ্টাস্ট ইউকে আয়োজিত এক সভায় প্রবাসীরা ২৫ হাজার পাউন্ড বাংলাদেশের দরিদ্র জনসাধারনদের রমজানে ইফতারের জন্য সহায়তার প্রতিশ্রুতিদেন এবং সে অর্থের ২২ হাজার পাউন্ড ইতিমধ্যে পরিশোধিত হলে এই অর্থ দিয়ে ১১ পরিবারের মধ্যে তা বিতরন করা হয়। বিতরনের ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার সকালে মৌলভীবাজারের থানার বাজার এলাকায় দুশতাধিক পরিবারের মধ্যে এ সামগ্রী তুলেদন ওয়েল ফেয়ার ষ্টাস্টের শহিদুল আলম আজাদ,মনসুর আলী জাকির, সৈয়দ মুজিবুর রহমান, আকলিছ মিয়া ও নজরুল ইসলাম। ষ্টাফ রিপোর্টার॥
মন্তব্য করুন