বড়লেখায় দুস্থ মহিলা ও শিক্ষার্থীদের সেলাই মেশিন ও স্কুলব্যাগ বিতরণ
আব্দুর রব॥ বড়লেখা উপজেলার দাসেরবাজার ও পাথারিয়া ছোটলিখা মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে ৩০ জুলাই শনিবার জালালাবাদ ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে সন্ত্রাস, জঙ্গীবাদ নিরসন ও শান্তি প্রতিষ্ঠায় ছাত্র ও যুবসমাজের করণীয় শীর্ষক আলোচনা এবং দুস্থ মহিলাদের সেলাই মেশিন ও শিক্ষার্থীদের স্কুলব্যাগ বিতরণ উপলক্ষে পৃথক সভা অনুষ্ঠিত হয়।
জালালাবাদ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান এনাম আহমদের সভাপতিত্বে ও ইউপি মেম্বার রুহুল আমিন বাহারের পরিচালনায় দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও এসএম আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস, দাসেরবাজার ইউপি চেয়ারম্যান মাহতাব উদ্দিন, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি স্বপন চক্রবর্তী, প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাস, সাংবাদিক আব্দুর রব, অভিভাবক সদস্য রহিম উদ্দিন নজরুল, রাখাল চক্রবর্তী, ইউপি মেম্বার মাসুক আহমদ, বিজয় ভুষন দাস, হেমন্ত সরকার, বাবুলাল নাথ, রুপম দাস প্রমূখ।
এদিকে বিকেলে পাথারিয়া ছোটলিখা মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও তারেক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সেলাই মেশিন ও স্কুলব্যাগ বিতরণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জালালাবাদ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান এনাম আহমদ, সিনিয়র শিক্ষক রিয়াজুল ইসলাম, গিয়াস উদ্দিন, সাংবাদিক আব্দুর রব, আ’লীগ নেতা ইরেশ চক্রবর্তী, সিরাজ উদ্দিন, আব্দুল লতিফ লতু।
মন্তব্য করুন