মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২ পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২ পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে। এদের মধ্যে আশংখ্যা জনক অবস্থায় ১০ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা হলেন হেলাল মিয়া (২৪), জুনায়েদ আহমদ (২২), মুকিত মিয়া (৩০), ফারুক মিয়া (৫৫), মখছুদ মিয়া (৪৫), ফজলু (৩০), সোহেল (২১) করিম (২৮), মজিদ (৪০) ও তাজুল (২৯)। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ভবানীপুর গ্রামের মকছদ মিয়া ও সাইদুর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র সহ সংঘর্ষে লিপ্ত হয়। থেমে থেমে প্রায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২ পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে। এদের মধ্যে আশংখ্যা জনক অবস্থায় ১০ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা হলেন হেলাল মিয়া (২৪), জুনায়েদ আহমদ (২২), মুকিত মিয়া (৩০), ফারুক মিয়া (৫৫), মখছুদ মিয়া (৪৫), ফজলু (৩০), সোহেল (২১) করিম (২৮), মজিদ (৪০) ও তাজুল (২৯)। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ভবানীপুর গ্রামের মকছদ মিয়া ও সাইদুর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র সহ সংঘর্ষে লিপ্ত হয়। থেমে থেমে প্রায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ষ্টাফ রিপোর্টার॥
মন্তব্য করুন