কুলাউড়ায় কুকিজুরী শিশু শিক্ষা কেন্দ্রে মিড ডে হট মিলের উদ্বোধন
শিক্ষাক্ষেত্রে বর্তমান শিক্ষা বান্ধব সরকার সবোর্চ্চ অগ্রাধিকার দিয়ে গনমুখি শিক্ষা নীতি প্রনয়ন ও বাস্তবায়ন করার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। বক্তারা বলেন, খাসিয়া গারো, আদিবাসী, চা-শ্রমিকদের জন্য সরকার ও বেসরকারীভাবেও চাবাগান ও পুঞ্জি এলাকায় ¯ুল প্রতিষ্টা হচ্ছে। একদিন হয়তো পানপুঞ্জির শিক্ষা প্রতিষ্ঠান থেকেই আলোকিত মানুষ বেরিয়ে এসে দেশ পরিচালনা করবে, দেশকে আলোকিত করবে। শুধু আদিবাসী নয়, শিক্ষা ছাড়া কোনো জাতি-গোষ্ঠীর পক্ষেই এগিয়ে যাওয়া সম্ভব নয়। আগামী প্রজন্মকে সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হলে শিক্ষক, ছাত্র ও অভিভাবকদের আরোও সচেতন হতে হবে। গতকাল ১৫ জুলাই কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের কুকিজুরী পানপুঞ্জির কুকিজুরী শিশুশিক্ষাকেন্দ্রের মিড ডে হট মিল (বিনা মূল্যে দুপুরের খাবার বিতরণ কার্যক্রম) চালুর শুভ উদ্বোধনী আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন । কুকিজুরী খাসিয়া কাজিংই যুব সংগঠনের আয়োজনে সংগঠনের সভাপতি কার্মেলিউস খংলা এর সভাপতিত্বে ও স্কুলের প্রধান শিক্ষক প্রবীন আরেং এর পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কারিতাস আলোঘর প্রকল্পের আঞ্চলিক ব্যবস্থাপক পিউস নানোয়ার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাকেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি জসপের খংলা। অন্যদের মধ্যে বক্তব্য দেন কুকিজুরী পানপুঞ্জির মন্ত্রী (পুঞ্জিপ্রধান) যোসেফ খংলা, শিক্ষা পরিদর্শক সজল রোজারিও, শিক্ষা পরিদর্শক মোহাম্মদ আলী, কুকিজুরী খাসিয়া কাজিংই যুব সংগঠনের কোষাধ্যক্ষ এগেন তালাং ও সাবেক সভাপতি পে¬ দিও প্রমুখ। অনুষ্টানে এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানে আদিবাসী খাসি ভাষায় সংগীত পরিবেশন করেন নেহেরিকা সুটিং, ভিক্টোরিয়া তালাং, সংগীত দিও, রিচান সুয়ের প্রমুখ। একক ও দ্বৈত নৃত্য পরিবেশন করেন সলবিরি নংরুম, ওতেগা পলং। পরে আদিবাসীদের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরকে ক্রেষ্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
শিক্ষাক্ষেত্রে বর্তমান শিক্ষা বান্ধব সরকার সবোর্চ্চ অগ্রাধিকার দিয়ে গনমুখি শিক্ষা নীতি প্রনয়ন ও বাস্তবায়ন করার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। বক্তারা বলেন, খাসিয়া গারো, আদিবাসী, চা-শ্রমিকদের জন্য সরকার ও বেসরকারীভাবেও চাবাগান ও পুঞ্জি এলাকায় ¯ুল প্রতিষ্টা হচ্ছে। একদিন হয়তো পানপুঞ্জির শিক্ষা প্রতিষ্ঠান থেকেই আলোকিত মানুষ বেরিয়ে এসে দেশ পরিচালনা করবে, দেশকে আলোকিত করবে। শুধু আদিবাসী নয়, শিক্ষা ছাড়া কোনো জাতি-গোষ্ঠীর পক্ষেই এগিয়ে যাওয়া সম্ভব নয়। আগামী প্রজন্মকে সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হলে শিক্ষক, ছাত্র ও অভিভাবকদের আরোও সচেতন হতে হবে। গতকাল ১৫ জুলাই কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের কুকিজুরী পানপুঞ্জির কুকিজুরী শিশুশিক্ষাকেন্দ্রের মিড ডে হট মিল (বিনা মূল্যে দুপুরের খাবার বিতরণ কার্যক্রম) চালুর শুভ উদ্বোধনী আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন । কুকিজুরী খাসিয়া কাজিংই যুব সংগঠনের আয়োজনে সংগঠনের সভাপতি কার্মেলিউস খংলা এর সভাপতিত্বে ও স্কুলের প্রধান শিক্ষক প্রবীন আরেং এর পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কারিতাস আলোঘর প্রকল্পের আঞ্চলিক ব্যবস্থাপক পিউস নানোয়ার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাকেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি জসপের খংলা। অন্যদের মধ্যে বক্তব্য দেন কুকিজুরী পানপুঞ্জির মন্ত্রী (পুঞ্জিপ্রধান) যোসেফ খংলা, শিক্ষা পরিদর্শক সজল রোজারিও, শিক্ষা পরিদর্শক মোহাম্মদ আলী, কুকিজুরী খাসিয়া কাজিংই যুব সংগঠনের কোষাধ্যক্ষ এগেন তালাং ও সাবেক সভাপতি পে¬ দিও প্রমুখ। অনুষ্টানে এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানে আদিবাসী খাসি ভাষায় সংগীত পরিবেশন করেন নেহেরিকা সুটিং, ভিক্টোরিয়া তালাং, সংগীত দিও, রিচান সুয়ের প্রমুখ। একক ও দ্বৈত নৃত্য পরিবেশন করেন সলবিরি নংরুম, ওতেগা পলং। পরে আদিবাসীদের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরকে ক্রেষ্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। কুলাউড়া অফিস॥
মন্তব্য করুন