শ্রীমঙ্গলের পল্লীতে সাজাপ্রাপ্ত বখাটে ও সন্ত্রাসি এক যুবকের কর্মকান্ডে অতিষ্ঠ এলাকার লোকজন
সাজাপ্রাপ্ত বখাটে ও সন্ত্রাসি চাঁদাবাজ এক যুবকের কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে উঠছে এলাকার শান্তিপ্রিয় জনগন । এলাকায় অবাধে চাঁদাবাজি, গরীব ও নি:স্ব মানুষের উপর বর্বর নির্যাতন, নিরিহ মানুষের উপর হামলা এমন কোন কাজ নেই সে করছেনা। তার এই সা¿সি কর্মকান্ডে একটি মামলায় ৫ বছরের সাজা হলেও বর্তমানে সে জামিনে থেকে তার এ সন্ত্রাসি কর্মকান্ড আরো কয়েকগুন বাড়িয়ে দিয়েছে। ২০ জুলাই শনিবার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্য এ কথা বলেন উপজেলার কালাপুর ইউনিয়নের ওই গ্রামের ছনর মিয়ার পুত্র সিএনজি অটোরি´া চালক নাজমূল মিয়া। এসময় সংবাদ সম্মেলনে বেশ কিছু এলাকার লোকজন উপস্থিত ছিলেন। তিনি জানান, এলাকার দুরুদ মিয়ার বখাটে ও চাঁদাবাজ সন্ত্রাসি পুত্র শাহিনুর রহমান ওরফে শামীম তাকে প্রাণে মারার উদ্যোশে তাকে অপহরণ সহ তার উপর কয়েকবার হামলা করে। তার সিএনজি অটোরি´াটি ছিনতাই করতে চায়। তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ মামলা না নিয়ে আগে তদন্ত করলেও পরে মামলা এফআইআর ভুক্ত করেনি। এছাড়াও এক প্রবাসি কে তার কথা মতো চাঁদা না দেওয়ার তার উপর হামলা ও তার টাকা পয়সা সহ জিনিস পত্র লুটপাট করে নিলে শ্রীমঙ্গল থানায় তার বিরুদ্ধে মামলা হলে পুলিশ তাকে আটক করে। এছাড়াও এলাকাবাসি তার এসমস্ত সন্ত্রাসি কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে শতাধিক স্বাক্ষরযুক্ত একটি আবেদন জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন দপ্তরে তার হাত থেকে রেহাই পাওয়ার জন্য প্রযোজনীয় ব্যবস্থা নিতে আবেদন করেন।
সাজাপ্রাপ্ত বখাটে ও সন্ত্রাসি চাঁদাবাজ এক যুবকের কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে উঠছে এলাকার শান্তিপ্রিয় জনগন । এলাকায় অবাধে চাঁদাবাজি, গরীব ও নি:স্ব মানুষের উপর বর্বর নির্যাতন, নিরিহ মানুষের উপর হামলা এমন কোন কাজ নেই সে করছেনা। তার এই সা¿সি কর্মকান্ডে একটি মামলায় ৫ বছরের সাজা হলেও বর্তমানে সে জামিনে থেকে তার এ সন্ত্রাসি কর্মকান্ড আরো কয়েকগুন বাড়িয়ে দিয়েছে। ২০ জুলাই শনিবার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্য এ কথা বলেন উপজেলার কালাপুর ইউনিয়নের ওই গ্রামের ছনর মিয়ার পুত্র সিএনজি অটোরি´া চালক নাজমূল মিয়া। এসময় সংবাদ সম্মেলনে বেশ কিছু এলাকার লোকজন উপস্থিত ছিলেন। তিনি জানান, এলাকার দুরুদ মিয়ার বখাটে ও চাঁদাবাজ সন্ত্রাসি পুত্র শাহিনুর রহমান ওরফে শামীম তাকে প্রাণে মারার উদ্যোশে তাকে অপহরণ সহ তার উপর কয়েকবার হামলা করে। তার সিএনজি অটোরি´াটি ছিনতাই করতে চায়। তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ মামলা না নিয়ে আগে তদন্ত করলেও পরে মামলা এফআইআর ভুক্ত করেনি। এছাড়াও এক প্রবাসি কে তার কথা মতো চাঁদা না দেওয়ার তার উপর হামলা ও তার টাকা পয়সা সহ জিনিস পত্র লুটপাট করে নিলে শ্রীমঙ্গল থানায় তার বিরুদ্ধে মামলা হলে পুলিশ তাকে আটক করে। এছাড়াও এলাকাবাসি তার এসমস্ত সন্ত্রাসি কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে শতাধিক স্বাক্ষরযুক্ত একটি আবেদন জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন দপ্তরে তার হাত থেকে রেহাই পাওয়ার জন্য প্রযোজনীয় ব্যবস্থা নিতে আবেদন করেন। মো. মুজিবুর রহমান রেনু॥
মন্তব্য করুন