শ্রীমঙ্গলে দুইপক্ষের সংঘর্ষে নিহত -১ আহত-১

July 23, 2013,

শ্রীমঙ্গল উপজেলার ভুনবী ইউনিয়নের প্রার্থীকুল গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুইপক্ষের সংঘর্ষে আব্দুল আজিজ (৩৫) নিহত হয়েছেন। ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২২ জুলাই সোমবার রাত ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের তাৎক্ষণিকভাবে নাম পাওয়া যায়নি। তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ভুনবী গ্রামের সিরাজ মিয়া ও তার চাচাত ভাই সুরুজ মিয়ার মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে দুপুরে রেহান মেম্বার ও আজিজ উভয়পক্ষে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে তারা লাঠিসোটা ও ফিকলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করে। পরে খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী রেহানা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। হত্যার সাথে জড়িত সন্দেহে মঙ্গলবার দুপুর ২টায় একজনকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলার ভুনবী ইউনিয়নের প্রার্থীকুল গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুইপক্ষের সংঘর্ষে আব্দুল আজিজ (৩৫) নিহত হয়েছেন। ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২২ জুলাই সোমবার রাত ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের তাৎক্ষণিকভাবে নাম পাওয়া যায়নি। তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ভুনবী গ্রামের সিরাজ মিয়া ও তার চাচাত ভাই সুরুজ মিয়ার মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে দুপুরে রেহান মেম্বার ও আজিজ উভয়পক্ষে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে তারা লাঠিসোটা ও ফিকলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করে। পরে খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী রেহানা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। হত্যার সাথে জড়িত সন্দেহে মঙ্গলবার দুপুর ২টায় একজনকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্টাফ রিপোর্টার॥

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com