কমলগঞ্জের ৪টি ইউনিয়নকে পূর্বের সীমানায় রাখার জন্য সংসদীয় আসন পুনবর্ন্যিাসের রিট আবেদন
মৌলভীবাজার-৪ আসনে শ্রীমঙ্গল উপজেলা ও কমলগঞ্জ উপজেলাকে ভেঙ্গে নবম জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চারটি ইউনিয়নকে কেটে মৌলভীবাজার-২ আসন কুলাউড়ার সঙ্গে যুক্ত করা হয়েছিল। সারাদেশে ৮৭টি নির্বাচনী এলাকার সীমানা নিয়ে সম্প্রতি নির্বাচন কমিশনে শুনানি শেষে ৫০টি আসনে কিছুটা পরিবর্তন আনলেও বাদপড়া আসনের সঙ্গে মৌলভীবাজার-৪ আসনের কোনো পরিবর্তন করা হয়নি। কমলগঞ্জ উপজেলার বাদপড়া চারটি ইউনিয়নকে আবারও মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সঙ্গে যুক্ত করার আবেদন জানিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও আগামী নির্বাচনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী হাজী মুজিবুর রহমান চৌধুরী উচ্চ আদালতে রিট আবেদন করেছেন। আগামীকাল রোববার এ রিটের শুনানি অনুষ্ঠিত হবে। বিএনপির কেন্দ্রীয় নেতা ও রিট আবেদনকারী হাজী মুজিব জানান, ২০০৮ সালের ৯ম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন আকস্মি§কভাবে কোনো ভৌগোলিক অবস্থা যাচাই না করেই কমলগঞ্জ উপজেলার শমশেরনগর, আলীনগর, আদমপুর ও ইসলামপুর ইউনিয়নকে মৌলভীবাজার-২ আসন (কুলাউড়া উপজেলা) এর সঙ্গে যুক্ত করে। ফলে বিগত সাড়ে চার বছরে এ চার ইউনিয়নের সঙ্গে রীতিমতো বিমাতা সুলভ আচরণ করা হয় বলে তিনি অভিযোগ করেন।
মৌলভীবাজার-৪ আসনে শ্রীমঙ্গল উপজেলা ও কমলগঞ্জ উপজেলাকে ভেঙ্গে নবম জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চারটি ইউনিয়নকে কেটে মৌলভীবাজার-২ আসন কুলাউড়ার সঙ্গে যুক্ত করা হয়েছিল। সারাদেশে ৮৭টি নির্বাচনী এলাকার সীমানা নিয়ে সম্প্রতি নির্বাচন কমিশনে শুনানি শেষে ৫০টি আসনে কিছুটা পরিবর্তন আনলেও বাদপড়া আসনের সঙ্গে মৌলভীবাজার-৪ আসনের কোনো পরিবর্তন করা হয়নি। কমলগঞ্জ উপজেলার বাদপড়া চারটি ইউনিয়নকে আবারও মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সঙ্গে যুক্ত করার আবেদন জানিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও আগামী নির্বাচনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী হাজী মুজিবুর রহমান চৌধুরী উচ্চ আদালতে রিট আবেদন করেছেন। আগামীকাল রোববার এ রিটের শুনানি অনুষ্ঠিত হবে। বিএনপির কেন্দ্রীয় নেতা ও রিট আবেদনকারী হাজী মুজিব জানান, ২০০৮ সালের ৯ম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন আকস্মি§কভাবে কোনো ভৌগোলিক অবস্থা যাচাই না করেই কমলগঞ্জ উপজেলার শমশেরনগর, আলীনগর, আদমপুর ও ইসলামপুর ইউনিয়নকে মৌলভীবাজার-২ আসন (কুলাউড়া উপজেলা) এর সঙ্গে যুক্ত করে। ফলে বিগত সাড়ে চার বছরে এ চার ইউনিয়নের সঙ্গে রীতিমতো বিমাতা সুলভ আচরণ করা হয় বলে তিনি অভিযোগ করেন। কমলগঞ্জ প্রতিনিধি॥
মন্তব্য করুন