কমলগঞ্জের ৪টি ইউনিয়নকে পূর্বের সীমানায় রাখার জন্য সংসদীয় আসন পুনবর্ন্যিাসের রিট আবেদন

July 26, 2013,

মৌলভীবাজার-৪ আসনে শ্রীমঙ্গল উপজেলা ও কমলগঞ্জ উপজেলাকে ভেঙ্গে নবম জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চারটি ইউনিয়নকে কেটে মৌলভীবাজার-২ আসন কুলাউড়ার সঙ্গে যুক্ত করা হয়েছিল। সারাদেশে ৮৭টি নির্বাচনী এলাকার সীমানা নিয়ে সম্প্রতি নির্বাচন কমিশনে শুনানি শেষে ৫০টি আসনে কিছুটা পরিবর্তন আনলেও বাদপড়া আসনের সঙ্গে মৌলভীবাজার-৪ আসনের কোনো পরিবর্তন করা হয়নি। কমলগঞ্জ উপজেলার বাদপড়া চারটি ইউনিয়নকে আবারও মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সঙ্গে যুক্ত করার আবেদন জানিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও আগামী নির্বাচনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী হাজী মুজিবুর রহমান চৌধুরী উচ্চ আদালতে রিট আবেদন করেছেন। আগামীকাল রোববার এ রিটের শুনানি অনুষ্ঠিত হবে। বিএনপির কেন্দ্রীয় নেতা ও রিট আবেদনকারী হাজী মুজিব জানান, ২০০৮ সালের ৯ম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন আকস্মি§কভাবে কোনো ভৌগোলিক অবস্থা যাচাই না করেই কমলগঞ্জ উপজেলার শমশেরনগর, আলীনগর, আদমপুর ও ইসলামপুর ইউনিয়নকে মৌলভীবাজার-২ আসন (কুলাউড়া উপজেলা) এর সঙ্গে যুক্ত করে। ফলে বিগত সাড়ে চার বছরে এ চার ইউনিয়নের সঙ্গে রীতিমতো বিমাতা সুলভ আচরণ করা হয় বলে তিনি অভিযোগ করেন।
মৌলভীবাজার-৪ আসনে শ্রীমঙ্গল উপজেলা ও কমলগঞ্জ উপজেলাকে ভেঙ্গে নবম জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চারটি ইউনিয়নকে কেটে মৌলভীবাজার-২ আসন কুলাউড়ার সঙ্গে যুক্ত করা হয়েছিল। সারাদেশে ৮৭টি নির্বাচনী এলাকার সীমানা নিয়ে সম্প্রতি নির্বাচন কমিশনে শুনানি শেষে ৫০টি আসনে কিছুটা পরিবর্তন আনলেও বাদপড়া আসনের সঙ্গে মৌলভীবাজার-৪ আসনের কোনো পরিবর্তন করা হয়নি। কমলগঞ্জ উপজেলার বাদপড়া চারটি ইউনিয়নকে আবারও মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সঙ্গে যুক্ত করার আবেদন জানিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও আগামী নির্বাচনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী হাজী মুজিবুর রহমান চৌধুরী উচ্চ আদালতে রিট আবেদন করেছেন। আগামীকাল রোববার এ রিটের শুনানি অনুষ্ঠিত হবে। বিএনপির কেন্দ্রীয় নেতা ও রিট আবেদনকারী হাজী মুজিব জানান, ২০০৮ সালের ৯ম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন আকস্মি§কভাবে কোনো ভৌগোলিক অবস্থা যাচাই না করেই কমলগঞ্জ উপজেলার শমশেরনগর, আলীনগর, আদমপুর ও ইসলামপুর ইউনিয়নকে মৌলভীবাজার-২ আসন (কুলাউড়া উপজেলা) এর সঙ্গে যুক্ত করে। ফলে বিগত সাড়ে চার বছরে এ চার ইউনিয়নের সঙ্গে রীতিমতো বিমাতা সুলভ আচরণ করা হয় বলে তিনি অভিযোগ করেন। কমলগঞ্জ প্রতিনিধি॥

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com