বড়লেখায় যৌথবাহিনীর অভিযান ২ দিনে উপজেলা ভাইস চেয়ারম্যানসহ ১৬ জন গ্রেফতার

January 2, 2014,

মৌলভীবাজারের বড়লেখায় ২ দিনে যৌথবাহিনীর অভিযানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা এমাদুল ইসলামসহ ১৬ জন গ্রেফতার হয়েছেন। বড়লেখা থানা পুলিশ জানায়, এদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের নাশকতা ও সহিংসতাসহ বিভিন্ন মামলা রয়েছে। শনিবার, রোববার ও সোমবার ভোর রাতে যৌথবাহিনীর অভিযানে বিভিন্ন স্থান থেকে গ্রেফতারকৃতরা হলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য এমাদুল ইসলাম (৫৫) জামায়াত কর্মী তারেক আহমদ পাবেল (৩০). শিবির কর্মী বেলাল আহমদ (১৯). বাবুল আহমদ (১৯). জাকির হোসেন (১৯). সিরাজুল ইসলাম মিরুল (২৪). ইমান উদ্দিন (২০). সালাউদ্দিন আহমদ (২২). জামায়াত নেতা নজিব আলী (৫২). আব্দুস শুক্কুর (৩০). নোমান আহমদ (২৫). আব্দুল হান্নান (৩৫), তাজ উদ্দিন (৩০), মজির উদ্দিন (২৩), বর্নী ইউনিয়নের বাসিন্দা মোঃ সেলিম উদ্দিন (৪৫) ও আব্দুল হেকিম (৫০)।
মৌলভীবাজারের বড়লেখায় ২ দিনে যৌথবাহিনীর অভিযানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা এমাদুল ইসলামসহ ১৬ জন গ্রেফতার হয়েছেন। বড়লেখা থানা পুলিশ জানায়, এদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের নাশকতা ও সহিংসতাসহ বিভিন্ন মামলা রয়েছে। শনিবার, রোববার ও সোমবার ভোর রাতে যৌথবাহিনীর অভিযানে বিভিন্ন স্থান থেকে গ্রেফতারকৃতরা হলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য এমাদুল ইসলাম (৫৫) জামায়াত কর্মী তারেক আহমদ পাবেল (৩০). শিবির কর্মী বেলাল আহমদ (১৯). বাবুল আহমদ (১৯). জাকির হোসেন (১৯). সিরাজুল ইসলাম মিরুল (২৪). ইমান উদ্দিন (২০). সালাউদ্দিন আহমদ (২২). জামায়াত নেতা নজিব আলী (৫২). আব্দুস শুক্কুর (৩০). নোমান আহমদ (২৫). আব্দুল হান্নান (৩৫), তাজ উদ্দিন (৩০), মজির উদ্দিন (২৩), বর্নী ইউনিয়নের বাসিন্দা মোঃ সেলিম উদ্দিন (৪৫) ও আব্দুল হেকিম (৫০)। à¦•à§à¦²à¦¾à¦‰à§œà¦¾ অফিস :

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com