বড়লেখায় পৌষ সংক্রান্তির মেলায় রমরমা জুয়ার আসর

January 16, 2014,

বড়লেখা উপজেলার হিন্দু অধ্যুষিত বিভিন্ন এলাকায় পৌষ সংক্রান্তি উপলক্ষে ১৫ জানুয়ারী মঙ্গলবার অনুষ্টিত মেলার আড়ালে রমরমা জুয়ার আসর বসে। স্থানীয়দের অভিযোগ পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে দুরদুরান্তের জুয়াড়িরা রাতভর জুয়া খেলায় মেতে উঠে। সরেজমিনে মঙ্গলবার বিকেল ও রাতে উপজেলার গাজীটেকা মহাপ্রভুর আখড়া, বাগিরপার ও বাগাডহর আখড়া সংলগ্ন মাঠে পৌষ সংক্রান্তির মেলার অদুরে প্রকাশ্যে জমজমাট জুয়ার আসর বসতে দেখা গেছে। জানা গেছে, স্থানীয় জুয়াড়ি ছাড়াও দুরদুরান্তের জুয়াড়িরা জুয়া খেলতে আসে। প্রশাসনের নাকের ডগায় লাখ লাখ টাকার জুয়ার বোর্ড বসায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
বড়লেখা উপজেলার হিন্দু অধ্যুষিত বিভিন্ন এলাকায় পৌষ সংক্রান্তি উপলক্ষে ১৫ জানুয়ারী মঙ্গলবার অনুষ্টিত মেলার আড়ালে রমরমা জুয়ার আসর বসে। স্থানীয়দের অভিযোগ পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে দুরদুরান্তের জুয়াড়িরা রাতভর জুয়া খেলায় মেতে উঠে। সরেজমিনে মঙ্গলবার বিকেল ও রাতে উপজেলার গাজীটেকা মহাপ্রভুর আখড়া, বাগিরপার ও বাগাডহর আখড়া সংলগ্ন মাঠে পৌষ সংক্রান্তির মেলার অদুরে প্রকাশ্যে জমজমাট জুয়ার আসর বসতে দেখা গেছে। জানা গেছে, স্থানীয় জুয়াড়ি ছাড়াও দুরদুরান্তের জুয়াড়িরা জুয়া খেলতে আসে। প্রশাসনের নাকের ডগায় লাখ লাখ টাকার জুয়ার বোর্ড বসায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। à¦¬à§œà¦²à§‡à¦–া প্রতিনিধি॥

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com