ভোট দিতে চা শ্রমিকরা ব্যতিক্রম

January 5, 2014,

সারা দেশের ভোট কেন্দ্রগুলো যেখানে ভোটারদের কম উপস্থিতিতে নি¯প্রান, সেখানে সম্পূর্ণ ব্যতিক্রম মৌলভীবাজার-২ আসনের (কুলাউড়া-কমলগঞ্জ আংশিক) কমলগঞ্জ উপজেলার চা বাগান অধ্যুষিত এলাকাগুলো। বংশ পরম্পরায় নৌকার সমর্থক চা শ্রমিকরা ‘উৎসমুখর’ পরিবেশে ভোট দিচ্ছেন লাইন ধরে। কমলগঞ্জ উপজেলার শমশেরনগর, আলীনগর ও ইসলামপুর ইউনিয়নের চা বাগান কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে কেন্দ্রগুলোতে ভোটারদের রয়েছে দীর্ঘ লাইন। এ পর্যন্ত বাগান এলাকার কেন্দ্রগুলোতে ৬০ ভাগের উপরে ভোট কাষ্ট হয়েছে। মৌলভীবাজার ২ আসনের (কুলাউড়া-কমলগঞ্জ আংশিক) কমলগঞ্জ উপজেলার ৩টি ইউনিয়নের ৬টি ভোট কেন্দ্রে মোট চা শ্রমিক ভোটারের সংখ্যা ১৪ হাজার ৫শ ৯৭। এই এলাকায় ভোট কাষ্ট হয়েছে ৮ হাজার ৯শ ৮৮। এর মধ্যে শমশেরনগর চা বাগান প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩১৬২ ভোটের মধ্যে ২০৪১টি, কানিহাটি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৫৭৫ ভোটের মধ্যে ১০২২টি, সুনছড়া (দেবলছড়া) চা বাগান প্রাথমিক বিদ্যালয়ে ১০৪২ ভোটের মধ্যে ৮১৭টি, আলীনগর চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩১৫৮ ভোটের মধ্যে ১৮৭৬টি, কুরমা চা বাগান প্রাথমিক বিদ্যালয়ে ৩৪২৬ ভোটের মধ্যে ১৬৮১টি এবং চাম্পারায় চা বাগান প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ২২৩৪ ভোটের মধ্যে ১৫৫১টি ভোট কাষ্ট হয়েছে। মৌলভীবাজার-২ আসনে কমলগঞ্জ উপজেলার চা বাগান অধ্যুষিত ৬টি কেন্দ্রে মহাজোট মনোনীত জাতীয় পার্টির প্রার্থী মহিবুল কাদির চৌধুরী লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৫৯১৭ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মো: আব্দুল মতিন আনারস প্রতীকে পেয়েছেন ৩০৭১ ভোট। এই আসনের চা বাগানের কেন্দ্রগুলোতে, শতকরা ৬০ ভাগের উপরে ভোট পড়েছে। চা শ্রমিকরা উৎসবের আমেজেই লাইন ধরে নারী পুরুষ নির্বিশেষে ভোট দিয়েছেন। মৌলভীবাজার-২ (কুলাউড়া ও কমলগঞ্জ একাংশ) আসনের চা শ্রমিক ভোটাররা বেশ আগ্রহের সহিত তাদের ভোটের অধিকার প্রয়োগ করেছেন।
সারা দেশের ভোট কেন্দ্রগুলো যেখানে ভোটারদের কম উপস্থিতিতে নি¯প্রান, সেখানে সম্পূর্ণ ব্যতিক্রম মৌলভীবাজার-২ আসনের (কুলাউড়া-কমলগঞ্জ আংশিক) কমলগঞ্জ উপজেলার চা বাগান অধ্যুষিত এলাকাগুলো। বংশ পরম্পরায় নৌকার সমর্থক চা শ্রমিকরা ‘উৎসমুখর’ পরিবেশে ভোট দিচ্ছেন লাইন ধরে। কমলগঞ্জ উপজেলার শমশেরনগর, আলীনগর ও ইসলামপুর ইউনিয়নের চা বাগান কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে কেন্দ্রগুলোতে ভোটারদের রয়েছে দীর্ঘ লাইন। এ পর্যন্ত বাগান এলাকার কেন্দ্রগুলোতে ৬০ ভাগের উপরে ভোট কাষ্ট হয়েছে। মৌলভীবাজার ২ আসনের (কুলাউড়া-কমলগঞ্জ আংশিক) কমলগঞ্জ উপজেলার ৩টি ইউনিয়নের ৬টি ভোট কেন্দ্রে মোট চা শ্রমিক ভোটারের সংখ্যা ১৪ হাজার ৫শ ৯৭। এই এলাকায় ভোট কাষ্ট হয়েছে ৮ হাজার ৯শ ৮৮। এর মধ্যে শমশেরনগর চা বাগান প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩১৬২ ভোটের মধ্যে ২০৪১টি, কানিহাটি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৫৭৫ ভোটের মধ্যে ১০২২টি, সুনছড়া (দেবলছড়া) চা বাগান প্রাথমিক বিদ্যালয়ে ১০৪২ ভোটের মধ্যে ৮১৭টি, আলীনগর চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩১৫৮ ভোটের মধ্যে ১৮৭৬টি, কুরমা চা বাগান প্রাথমিক বিদ্যালয়ে ৩৪২৬ ভোটের মধ্যে ১৬৮১টি এবং চাম্পারায় চা বাগান প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ২২৩৪ ভোটের মধ্যে ১৫৫১টি ভোট কাষ্ট হয়েছে। মৌলভীবাজার-২ আসনে কমলগঞ্জ উপজেলার চা বাগান অধ্যুষিত ৬টি কেন্দ্রে মহাজোট মনোনীত জাতীয় পার্টির প্রার্থী মহিবুল কাদির চৌধুরী লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৫৯১৭ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মো: আব্দুল মতিন আনারস প্রতীকে পেয়েছেন ৩০৭১ ভোট। এই আসনের চা বাগানের কেন্দ্রগুলোতে, শতকরা ৬০ ভাগের উপরে ভোট পড়েছে। চা শ্রমিকরা উৎসবের আমেজেই লাইন ধরে নারী পুরুষ নির্বিশেষে ভোট দিয়েছেন। মৌলভীবাজার-২ (কুলাউড়া ও কমলগঞ্জ একাংশ) আসনের চা শ্রমিক ভোটাররা বেশ আগ্রহের সহিত তাদের ভোটের অধিকার প্রয়োগ করেছেন। à¦ªà§à¦°à¦¨à§€à¦¤ রঞ্জন দেবনাথ॥

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com