শ্রীমঙ্গলে লেবু বাগান কাটার অভিযোগ

January 2, 2014,

চা শ্রমিকদের কাছ থেকে জমি লিজ নিয়ে লেবু চাষ করে বিপাকে পড়েছেন এক লেবু চাষী। জানাযায়, শ্রীমঙ্গল আলিশার কুল এলাকার মোশাহিদ মিয়া উপজেলার মাকরী ছড়া চা বাগানের এক শ্রমিকের কাছ থেকে লিজ নিয়ে গত ৫বছর ধরে লেবু চাষ করে আসছেন তিনি। সম্প্রতি চা বাগান কর্তৃপক্ষ তার লেবুবাগানের সমস্ত গাছ গোড়ায় কেটে দেয়াতে তিনি প্রায় ৭/৮ লক্ষ টাকার অর্থনৈতিক ভাবে ক্ষতি গস্থ হয়েছেন। এ ব্যাপারে চা বাগান কর্তৃপক্ষ জানান , অন্য কাউকে এ জমি লিজ দেয়ার সুযোগ নেই। জমিটি রেশনের পরিবর্তে শ্রমিকদের ব্যবহার করতে দেয়া হয়েছিল।
চা শ্রমিকদের কাছ থেকে জমি লিজ নিয়ে লেবু চাষ করে বিপাকে পড়েছেন এক লেবু চাষী। জানাযায়, শ্রীমঙ্গল আলিশার কুল এলাকার মোশাহিদ মিয়া উপজেলার মাকরী ছড়া চা বাগানের এক শ্রমিকের কাছ থেকে লিজ নিয়ে গত ৫বছর ধরে লেবু চাষ করে আসছেন তিনি। সম্প্রতি চা বাগান কর্তৃপক্ষ তার লেবুবাগানের সমস্ত গাছ গোড়ায় কেটে দেয়াতে তিনি প্রায় ৭/৮ লক্ষ টাকার অর্থনৈতিক ভাবে ক্ষতি গস্থ হয়েছেন। এ ব্যাপারে চা বাগান কর্তৃপক্ষ জানান , অন্য কাউকে এ জমি লিজ দেয়ার সুযোগ নেই। জমিটি রেশনের পরিবর্তে শ্রমিকদের ব্যবহার করতে দেয়া হয়েছিল। à¦¶à§à¦°à§€à¦®à¦™à§à¦—ল প্রতিনিধি॥

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com