সিলেট-আখাউড়া রেল পথ ঃ রশীদপুরে তেলবাহী দু’টি ট্যাংকার লাইনচ্যূত। সিলেটের সাথে ঢাকা চট্রগ্রামের রেল যোগাযোগে বন্ধ

January 2, 2014,

সিলেট-আখাউড়া রেলপথের রশীদপুর ষ্টেশন এলাকায় চট্রগ্রামুখী তেলবাহী দু’টি ট্যাংকার লাইন চ্যূত হলে ৩১ ডিসেম্বর বিকাল চারটা থেকে সিলেটের সাথে ঢাকা ও চট্রগ্রামের সরাসরি রেল যোগাযোগবন্ধ রয়েছে। ঢাকায় বিরোধী দলের সমাবেশ উপলক্ষে বিগত তিন দিন রেল যোগাযোগ বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে রেল যোগাযোগ চালু হলে সিলেট-আখাউড়া রেলপথে এ দূর্ঘটনায় আবারও ট্রেন যাত্রীরা দুর্ভোগে পড়েন। শমশেরনগর রেলওয়ে ষ্টেশন মাষ্টার আব্দুল আজিজ জানান, মঙ্গলবার বেলা ৩টা ৫ মিনিটে সিলেট থেকে চট্রগ্রাম অভিমুখঅ তেলবাহী ট্যাংকার শমশেরনগর ষ্টেশন ছেড়ে যায়। বিকাল ৪ টার দিকে তেলবাহী এই ট্যাংকারটি দু’টি রশীদপুর রেলওয়ে ষ্টেশনের ডাইন আউটার সিগনাল থেকে লাইন চ্যূত হয়ে টেনে হোম সিগনাল পর্যন্ত যায়। ফলে মঙ্গলবার বিকাল ৪টা থেকে সিলেটের সাথে ঢাকা ও চট্রগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ দূর্ঘটনার ফলে দুপুরে ঢাকা ছেড়ে আসা সিলেটমুখী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন নোয়াপাড়া ষ্টেশনে আটকা পড়ে। শমশেরনগর ষ্টেশন মাষ্টার আব্দুল আজিজ আরও জানান, আকাউড়া জংশন ষ্টেশন থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যূত দু’টি ট্যাংকার উদ্ধার করলে পরে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হবে। এ ক্ষেত্রে কয়েক ঘন্টা সময় লেগে যাবে।
সিলেট-আখাউড়া রেলপথের রশীদপুর ষ্টেশন এলাকায় চট্রগ্রামুখী তেলবাহী দু’টি ট্যাংকার লাইন চ্যূত হলে ৩১ ডিসেম্বর বিকাল চারটা থেকে সিলেটের সাথে ঢাকা ও চট্রগ্রামের সরাসরি রেল যোগাযোগবন্ধ রয়েছে। ঢাকায় বিরোধী দলের সমাবেশ উপলক্ষে বিগত তিন দিন রেল যোগাযোগ বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে রেল যোগাযোগ চালু হলে সিলেট-আখাউড়া রেলপথে এ দূর্ঘটনায় আবারও ট্রেন যাত্রীরা দুর্ভোগে পড়েন। শমশেরনগর রেলওয়ে ষ্টেশন মাষ্টার আব্দুল আজিজ জানান, মঙ্গলবার বেলা ৩টা ৫ মিনিটে সিলেট থেকে চট্রগ্রাম অভিমুখঅ তেলবাহী ট্যাংকার শমশেরনগর ষ্টেশন ছেড়ে যায়। বিকাল ৪ টার দিকে তেলবাহী এই ট্যাংকারটি দু’টি রশীদপুর রেলওয়ে ষ্টেশনের ডাইন আউটার সিগনাল থেকে লাইন চ্যূত হয়ে টেনে হোম সিগনাল পর্যন্ত যায়। ফলে মঙ্গলবার বিকাল ৪টা থেকে সিলেটের সাথে ঢাকা ও চট্রগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ দূর্ঘটনার ফলে দুপুরে ঢাকা ছেড়ে আসা সিলেটমুখী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন নোয়াপাড়া ষ্টেশনে আটকা পড়ে। শমশেরনগর ষ্টেশন মাষ্টার আব্দুল আজিজ আরও জানান, আকাউড়া জংশন ষ্টেশন থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যূত দু’টি ট্যাংকার উদ্ধার করলে পরে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হবে। এ ক্ষেত্রে কয়েক ঘন্টা সময় লেগে যাবে। à¦•à¦®à¦²à¦—ঞ্জ প্রতিনিধি॥

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com