হাকালুকি হাওরে অতিথি পাখির কলকাকলি-তৎপর অসাধু শিকারী চক্র

January 22, 2014,

 à¦à¦¶à¦¿à§Ÿà¦¾à¦° অন্যতম বৃহৎ জলাভুমি হাকালুকি হাওর এখন অতিথি পাখির কলতানে মূখরিত। হাওরের আকাশ বাতাসে যেন রং বেরঙের পাখির প্রতিচ্ছবি ভেসে বেড়াচ্ছে। দেশ বিদেশ থেকে আগত নানা প্রজাতির লাখ লাখ শীতের পাখি দিনভর খেলা করছে আড়াই শতাধিক বিলবেষ্টিত হাকালুকি হাওরে। বিভিন্ন আকার ও রঙের অগনিত পাখির আগমনে দেশের সর্ববৃহৎ হাওর হাকালুকি এখন পাখির অভয়ারণ্য। বৃহত্তর সিলেটের মৌলভীবাজার জেলার বড়লেখা

 à¦à¦¶à¦¿à§Ÿà¦¾à¦° অন্যতম বৃহৎ জলাভুমি হাকালুকি হাওর এখন অতিথি পাখির কলতানে মূখরিত। হাওরের আকাশ বাতাসে যেন রং বেরঙের পাখির প্রতিচ্ছবি ভেসে বেড়াচ্ছে। দেশ বিদেশ থেকে আগত নানা প্রজাতির লাখ লাখ শীতের পাখি দিনভর খেলা করছে আড়াই শতাধিক বিলবেষ্টিত হাকালুকি হাওরে। বিভিন্ন আকার ও রঙের অগনিত পাখির আগমনে দেশের সর্ববৃহৎ হাওর হাকালুকি এখন পাখির অভয়ারণ্য। বৃহত্তর সিলেটের মৌলভীবাজার জেলার বড়লেখা à¦—োপালগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার বিরাট অংশ নিয়ে বিস্তৃত দেশের তথা এশিয়ার বৃহত্তম হাওর হাকালুকি। প্রায় ২৫ হাজার হেক্টর আয়তনের এ হাওরে রয়েছে ২৫৮ টি ছোট-বড় বিল। বিশাল প্রাণীরাজ্যে হাকালুকির এসব বিলে শীত মৌসুমের সূচনালগ্ন থেকেই দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে অতিথি পাখির আগমন ঘটে। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত বিভিন্ন প্রজাতির লাখ লাখ পাখির কলকাকলিতে হাওরসহ পার্শ্ববর্তী এলাকা মুখরিত হয়ে ওঠে। প্রতিবারের মত এবারও হাওরে অতিথি পাখির আগমনের সংখ্যা বৃদ্ধিতে ব্যতিক্রম হয়নি। প্রতিদিন হাওরের বুকে খেলা করছে অগনিত পাখি। আর এসব পাখির কলতান শুনতে এবং হাওরের জীববৈচিত্র্য ও আয়তনের বিশালতা প্রত্যক্ষ করতে দলে দলে লোকজন সেখানে ভিড় করছেন। এবার হাওরে জলচর অতিথি পাখিদের মধ্যে পিয়ং হাঁস

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com