কিতা ভোট দিতাম

January 5, 2014,

দশম জাতীয় সংসদ নির্বাচন চলছে। ৫ জানুয়ারী রোববার সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনকালে দুপুর সাড়ে ১১টায় কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের সম্মুখে আলাপ হয় মনিলাল সিংহ (৪৫) ও মদরিছ আলী (৬৫) সাথে। কি ভোট দেয়া শেষ নাকি প্রশ্ন করলে তারা বলেন, কিতা ভোট দিতাম, না, ভোট দিতাম নায়। কেন প্রশ্ন করলে , জবাবে আরো বলেন , ভোটের কোন আনন্দ নাই। কেউ ভোট চাইতে আসেনি। কোন পোষ্টার ও নাই , কারে ভোট দিতাম ,কোন মার্কায় ভোট দিতাম। প্রার্থী কে তাও চিনিনা। তাই সিদ্ধান্ত নিয়েছি ভোট দিতাম নায়। অপর দিকে , তেলিবিল এ ইয়া আলীয়া মাদ্রাসা কেন্দ্রে আলাপ হয়, হাজী মোহাম্মদ সুলতান (৮০) সাথে। তিনি বলেন, জীবনের শেষ সময়ে এসে ভোট দিলাম। কমলগঞ্জে কয়েকজন ভোটারের সাথে আলাপ করলে বলেন , প্রার্থী আমি চিনি , তবে সে ভোট চাইতে আসেনি। আমার ছেলের কথায় ভোটটা দিলাম। ভোট কেন্দ্রে ভিড় না থাকায় আমি আইয়াই ভোট দিতা পারছি। ভালাই লাগের।
দশম জাতীয় সংসদ নির্বাচন চলছে। ৫ জানুয়ারী রোববার সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনকালে দুপুর সাড়ে ১১টায় কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের সম্মুখে আলাপ হয় মনিলাল সিংহ (৪৫) ও মদরিছ আলী (৬৫) সাথে। কি ভোট দেয়া শেষ নাকি প্রশ্ন করলে তারা বলেন, কিতা ভোট দিতাম, না, ভোট দিতাম নায়। কেন প্রশ্ন করলে , জবাবে আরো বলেন , ভোটের কোন আনন্দ নাই। কেউ ভোট চাইতে আসেনি। কোন পোষ্টার ও নাই , কারে ভোট দিতাম ,কোন মার্কায় ভোট দিতাম। প্রার্থী কে তাও চিনিনা। তাই সিদ্ধান্ত নিয়েছি ভোট দিতাম নায়। অপর দিকে , তেলিবিল এ ইয়া আলীয়া মাদ্রাসা কেন্দ্রে আলাপ হয়, হাজী মোহাম্মদ সুলতান (৮০) সাথে। তিনি বলেন, জীবনের শেষ সময়ে এসে ভোট দিলাম। কমলগঞ্জে কয়েকজন ভোটারের সাথে আলাপ করলে বলেন , প্রার্থী আমি চিনি , তবে সে ভোট চাইতে আসেনি। আমার ছেলের কথায় ভোটটা দিলাম। ভোট কেন্দ্রে ভিড় না থাকায় আমি আইয়াই ভোট দিতা পারছি। ভালাই লাগের। à¦•à¦®à¦²à¦—ঞ্জ প্রতিনিধি॥

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com