কমলগঞ্জে দিন দুপুরে চা বাগান এলাকায় পথরোধ করে ডাকাতি। পান পাইকারের মুঠোফোনসহ ২ লাখ টাকা লুন্টন

January 4, 2014,

মৌলভীবাজারের কমলগঞ্জে চা বাগান এলাকায় দিনে দুপুরে পথরোধ করে চা বাগান এলাকায় ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকতদল মুঠোফোনসহ পান পাইকারের ২ লাখ টাকা লুঠে নিয়েছে। ৩ জানুয়ারী শুক্রবার বেলা ২টায় শমশেরনগর চা বাগানের বাঘিছড়া বনস্বত্তি এলাকায় এ ঘটনাটি ঘটে। ডবলছড়া খাসিয়া পুঞ্জির গোত্র প্রধান সিলেট বিভাগীয় আদিবাসী নেতা মি. পিডিসন প্রধান জানান, চেরাগআলী নামক একজন পান পাইকার একটি প্রাইভেট কারে করে টাকা নিয়ে খাসিয়া পুঞ্জিতে যাচ্ছিল। বেলা ২ টার সময় শমশেরনগর চা বাগানের বাঘিছড়া বনস্বত্তি এলাকায় প্রাইভেট কারটির গতিরোধ করে পান পাইকার চেরাগ আলীর কাছ থেকে ২ লাখ টাকা লুটে নেয়। সাথে সাথে মুঠোফোনও ছিনিয়ে নেয়। দিনে দুপুরে চা বাগান এলাকায় ডাকাতি সম্পর্কে কমলগঞ্জ থানার ওসি নীহার রঞ্জন নাথ বলেন, লোক মুখে এ ঘটনা শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। তদন্ত পূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে বলে থানার ওসি জানান।
মৌলভীবাজারের কমলগঞ্জে চা বাগান এলাকায় দিনে দুপুরে পথরোধ করে চা বাগান এলাকায় ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকতদল মুঠোফোনসহ পান পাইকারের ২ লাখ টাকা লুঠে নিয়েছে। ৩ জানুয়ারী শুক্রবার বেলা ২টায় শমশেরনগর চা বাগানের বাঘিছড়া বনস্বত্তি এলাকায় এ ঘটনাটি ঘটে। ডবলছড়া খাসিয়া পুঞ্জির গোত্র প্রধান সিলেট বিভাগীয় আদিবাসী নেতা মি. পিডিসন প্রধান জানান, চেরাগআলী নামক একজন পান পাইকার একটি প্রাইভেট কারে করে টাকা নিয়ে খাসিয়া পুঞ্জিতে যাচ্ছিল। বেলা ২ টার সময় শমশেরনগর চা বাগানের বাঘিছড়া বনস্বত্তি এলাকায় প্রাইভেট কারটির গতিরোধ করে পান পাইকার চেরাগ আলীর কাছ থেকে ২ লাখ টাকা লুটে নেয়। সাথে সাথে মুঠোফোনও ছিনিয়ে নেয়। দিনে দুপুরে চা বাগান এলাকায় ডাকাতি সম্পর্কে কমলগঞ্জ থানার ওসি নীহার রঞ্জন নাথ বলেন, লোক মুখে এ ঘটনা শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। তদন্ত পূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে বলে থানার ওসি জানান। à¦•à¦®à¦²à¦—ঞ্জ প্রতিনিধি॥

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com