ডঃ আবেদ চৌধুরীর “গ্রামীণ পাঠক” শমশেরনগর আইডিয়াল স্কুলে বই সহ বুক শেল্ফ প্রদান

January 7, 2014,

বিশিষ্ট জিন বিজ্ঞানী ডঃ আবেদ চৌধুরী গ্রামাঞ্চলে ভাল পাঠক সৃষ্টির লক্ষ্যে“ গ্রামীণ পাঠক” প্রকল্পের অধীন মায়ের নামে প্রতিষ্টিত “হাফিজা খাতুন মেমোরিয়াল ট্রাষ্ট” মাধ্যমে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর আইডিয়াল কেজি স্কুলে বইসহ বুক শেল্ফ প্রদান করেছেন। ৭ জানুয়ারী মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ডঃ আবেদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে আইডিয়াল কেজি স্কুল কর্তৃপক্ষের কাছে বইসহ বুক শেল্ফ প্রদান করেন। এ সময় অনুষ্টানে উপস্থিত ছিলেন স্কুল অধ্যক্ষ মুজিবুর রহমান রঞ্জু, কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার লিলি ও স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে জিন বিজ্ঞানী ডঃ আবেদ চৌধুরী বলেন, তথ্য প্রযুক্তিসহ সোনার বাংলা গড়ে তুলতে হলে গ্রামাঞ্চলে কাজ করতে হবে। আর গ্রামে শিক্ষার হার বৃদ্ধি করে ভাল পাঠক সৃষ্টি করতে পারলে নিজেরাই সচেতন হয়ে নিজেদের উন্নয়নে এগিয়ে আসতে পারবে।
বিশিষ্ট জিন বিজ্ঞানী ডঃ আবেদ চৌধুরী গ্রামাঞ্চলে ভাল পাঠক সৃষ্টির লক্ষ্যে“ গ্রামীণ পাঠক” প্রকল্পের অধীন মায়ের নামে প্রতিষ্টিত “হাফিজা খাতুন মেমোরিয়াল ট্রাষ্ট” মাধ্যমে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর আইডিয়াল কেজি স্কুলে বইসহ বুক শেল্ফ প্রদান করেছেন। ৭ জানুয়ারী মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ডঃ আবেদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে আইডিয়াল কেজি স্কুল কর্তৃপক্ষের কাছে বইসহ বুক শেল্ফ প্রদান করেন। এ সময় অনুষ্টানে উপস্থিত ছিলেন স্কুল অধ্যক্ষ মুজিবুর রহমান রঞ্জু, কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার লিলি ও স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে জিন বিজ্ঞানী ডঃ আবেদ চৌধুরী বলেন, তথ্য প্রযুক্তিসহ সোনার বাংলা গড়ে তুলতে হলে গ্রামাঞ্চলে কাজ করতে হবে। আর গ্রামে শিক্ষার হার বৃদ্ধি করে ভাল পাঠক সৃষ্টি করতে পারলে নিজেরাই সচেতন হয়ে নিজেদের উন্নয়নে এগিয়ে আসতে পারবে। à¦•à¦®à¦²à¦—ঞ্জ প্রতিনিধি॥

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com