মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে ৯৫ কেন্দ্রের মধ্যে ৩৮টি অধিক ঝুঁকিপূর্ণ

January 4, 2014,

মৌলভীবাজার-১(বড়লেখা-জুড়ী) আসনে ৯৫টি কেন্দ্রের মধ্যে ৩৮টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। স্থানীয় নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে, মৌলভীবাজার-১(বড়লেখা-জুড়ী) আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মো. শাহাব উদ্দিন নৌকা প্রতীকে ও জাতীয় পাটি (এরশাদ) আহমেদ রিয়াজ লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দিতা করছেন। মৌলভীবাজার-১ আসনে বড়লেখা ও জুড়ী উপজেলা নিয়ে গঠিত। এ আসনে একটি পৌরসভা সহ ১৬টি ইউনিয়নে ৯৫টি ভোট কেন্দ্রে ২,৩২,৩৬৯ জন ভোটার রয়েছেন, তন্মধ্যে পুরুষ ভোটার ১,১৪,৭২৭ ও মহিলা ভোটার ১,১৭,৬৪২ জন রয়েছেন। ৯৫টি কেন্দ্রের মধ্যে ৩৮টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করে এসব কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রিটার্নিং অফিসার ও মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান জানান, ‘নির্বাচনের সকল প্রস্তুুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনকে শান্তিপূর্ণভাবে পালনের জন্য নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। নির্বাচনে সেনাবাহিনী, বিজিব সহ আইন শৃংখলা রক্ষা বাহিনী কাজ করবে।
মৌলভীবাজার-১(বড়লেখা-জুড়ী) আসনে ৯৫টি কেন্দ্রের মধ্যে ৩৮টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। স্থানীয় নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে, মৌলভীবাজার-১(বড়লেখা-জুড়ী) আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মো. শাহাব উদ্দিন নৌকা প্রতীকে ও জাতীয় পাটি (এরশাদ) আহমেদ রিয়াজ লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দিতা করছেন। মৌলভীবাজার-১ আসনে বড়লেখা ও জুড়ী উপজেলা নিয়ে গঠিত। এ আসনে একটি পৌরসভা সহ ১৬টি ইউনিয়নে ৯৫টি ভোট কেন্দ্রে ২,৩২,৩৬৯ জন ভোটার রয়েছেন, তন্মধ্যে পুরুষ ভোটার ১,১৪,৭২৭ ও মহিলা ভোটার ১,১৭,৬৪২ জন রয়েছেন। ৯৫টি কেন্দ্রের মধ্যে ৩৮টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করে এসব কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রিটার্নিং অফিসার ও মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান জানান, ‘নির্বাচনের সকল প্রস্তুুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনকে শান্তিপূর্ণভাবে পালনের জন্য নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। নির্বাচনে সেনাবাহিনী, বিজিব সহ আইন শৃংখলা রক্ষা বাহিনী কাজ করবে। à¦•à§à¦²à¦¾à¦‰à§œà¦¾ অফিস :

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com