মৌলভীবাজারে সৈয়দ শাহ্ মোস্তফা (রহঃ)এর ৬৭৩ তম ওরুস মোবারক শুরু

January 15, 2014,

 à§©à§¬à§¦ আওলীয়ার অন্যতম সফর সঙ্গী হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (রহঃ) এর ৬৭৩ তম ঔরুস মোবারক শুরু হয়েছে। বুধবার ফজরের নামজ শেষে মাজারে গীলাফ ছড়ানোর মধ্যদিয়ে ঔরুসের কার্যক্রম শুরু হয়। দু-দিনব্যাপি ঔরুস উপলক্ষ্যে মাজার প্রাঙ্গনে শিরনী বিতরণ করা হয়। উরস উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আশিকান ও ভক্তরা আসেন। সেই সাথে উরুসকে কেন্দ্র করে মাজার প্রাঙ্গনে প্রতিবারের ন্যায় এবারও মেলার আয়োজন করা হয়েছে। মেলায় দেশি বিদেশী পণ্যের দোকান বসে। উরুস ও মেলায় আগত আশিকান ও ভক্তদের নিরাপত্তার ব্যাপারে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। à¦‰à¦²à§à¦²à§‡à¦–্য, হযরত শাহ্ জালালের নির্দেশে তার সফর সঙ্গী হযরত সৈয়দ শাহ মোস্তফা মৌলভীবাজারে ইসলাম ধর্ম প্রচারে আসেন। তখন চন্দ্ররাজ মৌলভীবাজারের জমিদার ছিলেন। শাহ মোস্তফা (রহঃ) এর অলৌকিক কর্মকান্ডে অভিভুত হয়ে চন্দ্ররাজ ইসলাম ধর্ম গ্রহন না করলেও তার মেয়েকে ইসলাম ধর্মে দীক্ষিত করে এই অলির কাছে বিয়ে দেন বলে জানা গেছে।

 à§©à§¬à§¦ আওলীয়ার অন্যতম সফর সঙ্গী হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (রহঃ) এর ৬৭৩ তম ঔরুস মোবারক শুরু হয়েছে। বুধবার ফজরের নামজ শেষে মাজারে গীলাফ ছড়ানোর মধ্যদিয়ে ঔরুসের কার্যক্রম শুরু হয়। দু-দিনব্যাপি ঔরুস উপলক্ষ্যে মাজার প্রাঙ্গনে শিরনী বিতরণ করা হয়। উরস উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আশিকান ও ভক্তরা আসেন। সেই সাথে উরুসকে কেন্দ্র করে মাজার প্রাঙ্গনে প্রতিবারের ন্যায় এবারও মেলার আয়োজন করা হয়েছে। মেলায় দেশি বিদেশী পণ্যের দোকান বসে। উরুস ও মেলায় আগত আশিকান ও ভক্তদের নিরাপত্তার ব্যাপারে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। à¦‰à¦²à§à¦²à§‡à¦–্য, হযরত শাহ্ জালালের নির্দেশে তার সফর সঙ্গী হযরত সৈয়দ শাহ মোস্তফা মৌলভীবাজারে ইসলাম ধর্ম প্রচারে আসেন। তখন চন্দ্ররাজ মৌলভীবাজারের জমিদার ছিলেন। শাহ মোস্তফা (রহঃ) এর অলৌকিক কর্মকান্ডে অভিভুত হয়ে চন্দ্ররাজ ইসলাম ধর্ম গ্রহন না করলেও তার মেয়েকে ইসলাম ধর্মে দীক্ষিত করে এই অলির কাছে বিয়ে দেন বলে জানা গেছে।

 à¦¸à§à¦Ÿà¦¾à¦« রিপোর্টার॥

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com