মৌলভীবাজারের ২টি আসনের ব্যালেট পেপার ও ভোট বক্স পৌছে গেছে

January 4, 2014,

মৌলভীবাজারের ২টি আসনে ২১৭ টি কেন্দ্রে ব্যালেট পেপার ও ভোট বক্সসহ সকল সামগ্রী পৌছে দিয়েছে উপজেলা প্রশাসন। সকাল থেকে বিকেল পর্যন্ত স্ব স্ব উপজেলা থেকে পিজাইডিং অফিসারের মাধ্যমে তা সংশ্লিষ্ট কেন্দ্রে পৌছে দেয়া হয়। একই সাথে প্রত্যেক কেন্দ্রেই আইন শৃঙ্খলা বাহিনীও জোরদার করা হয়েছে। এর মধ্যে মোট দুটি আসনে ঝুঁকি পূর্ণ ১১০টি সেন্টারের জন্য নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। মৌলভীবাজার-১ এর এলাকা বড়লেখা-জুড়ি উপজেলা। নির্বাচনী এলাকা নং ২৩৫। ভোটার সংখ্যা ২৩২৩৬৯, পুরুষ ১১৪৭২৭ মহিলা ১১৭৬৪২ জন। ভোট কেন্দ্র ৯৫টি। ভোট কক্ষের সংখ্যা ৪৩৪টি। ভোটার কক্ষ ৪৩৬টি। ইউনিয়নের সংখ্যা ১৬টি। পৌরসভা ১টি ও মৌলভীবাজার -২ নির্বাচনী এলাকা কুলাউড়া উপজেলা ও কমলগঞ্জের আদমপুর, আলীনগর, ইসলামপুর ও সমশের নগর ইউনিয়ন। নির্বাচনী এলাকা নং ২৩৬। ভোটার সংখ্যা ২৯১০৯৬, পুরুষ ১৪০৭০৮ মহিলা ১৪০৩৮৮ জন। ভোট কেন্দ্র ১২২টি। ভোটা কক্ষ ৫৭২টি। ইউনিয়নের সংখ্যা ১৭টি। পৌরসভা ১টি।
মৌলভীবাজারের ২টি আসনে ২১৭ টি কেন্দ্রে ব্যালেট পেপার ও ভোট বক্সসহ সকল সামগ্রী পৌছে দিয়েছে উপজেলা প্রশাসন। সকাল থেকে বিকেল পর্যন্ত স্ব স্ব উপজেলা থেকে পিজাইডিং অফিসারের মাধ্যমে তা সংশ্লিষ্ট কেন্দ্রে পৌছে দেয়া হয়। একই সাথে প্রত্যেক কেন্দ্রেই আইন শৃঙ্খলা বাহিনীও জোরদার করা হয়েছে। এর মধ্যে মোট দুটি আসনে ঝুঁকি পূর্ণ ১১০টি সেন্টারের জন্য নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। মৌলভীবাজার-১ এর এলাকা বড়লেখা-জুড়ি উপজেলা। নির্বাচনী এলাকা নং ২৩৫। ভোটার সংখ্যা ২৩২৩৬৯, পুরুষ ১১৪৭২৭ মহিলা ১১৭৬৪২ জন। ভোট কেন্দ্র ৯৫টি। ভোট কক্ষের সংখ্যা ৪৩৪টি। ভোটার কক্ষ ৪৩৬টি। ইউনিয়নের সংখ্যা ১৬টি। পৌরসভা ১টি ও মৌলভীবাজার -২ নির্বাচনী এলাকা কুলাউড়া উপজেলা ও কমলগঞ্জের আদমপুর, আলীনগর, ইসলামপুর ও সমশের নগর ইউনিয়ন। নির্বাচনী এলাকা নং ২৩৬। ভোটার সংখ্যা ২৯১০৯৬, পুরুষ ১৪০৭০৮ মহিলা ১৪০৩৮৮ জন। ভোট কেন্দ্র ১২২টি। ভোটা কক্ষ ৫৭২টি। ইউনিয়নের সংখ্যা ১৭টি। পৌরসভা ১টি। à¦¸à§à¦Ÿà¦¾à¦« রিপোর্টার॥

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com