পাশ করেছে প্রতিবন্ধী ঝিনুক

January 11, 2014,

২ পয়েন্ট ৫ পেয়ে অবশেষে জেএসসি পরীক্ষায় পাশ করেছে প্রতিবন্ধী ঝিনুক। দুই হাতের আঙ্গুলগুলো একসঙ্গে আটকানো। জন্ম থেকেই এমন শারীরিক সমস্যাকে নিয়ে এগিয়ে চলছে সে। বেশ ক’বছর আগে অসুস্থ হয়ে তাঁর বাবা যতীন্দ্র দেব মারা গেছেন। মা অলি রানী দেব কষ্ট করে পড়ান দুই ছেলেকে। একদিকে ঝিনুকের প্রতিবন্ধী জীবন অপরদিকে পিতৃহীন ছোট ভাই আর মা-কে নিয়েই তার সংগ্রাম। ছোট ভাই ঝুমুর। সে পড়ছে পঞ্চম শ্রেণীতে। তার বাবার মৃত্যুর পর তাদের সংসারে নেমে আসে নানান দুঃখ-দুর্দশা। সংসারের অভাব-অনটনসহ বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার মাঝেও থেমে থাকেনি ঝিনুক। নিজের মেধাকে ফুটিয়ে তুলতে তার ঐকান্তিক প্রয়াস তাকে নিয়ে গেছে সাফল্যের দিকে। অঙ্গপ্রতিবন্ধী হয়েও ঝিনুক সিলেট বিভাগের আওতায় শ্রীমঙ্গল উপজেলার চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১০ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিএসসি) অংশ নিয়ে ২য় বিভাগে উত্তীর্ণ হয়েছিল। শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ঝিনুক। বাড্স রেসিডেনসিয়্যাল মডেল স্কুল এন্ড কলেজের তিন নং কক্ষে বসে ইংরেজি দ্বিতীয় পত্রের জেএসসি পরীক্ষা দিচ্ছিল ঝিনুক।
২ পয়েন্ট ৫ পেয়ে অবশেষে জেএসসি পরীক্ষায় পাশ করেছে প্রতিবন্ধী ঝিনুক। দুই হাতের আঙ্গুলগুলো একসঙ্গে আটকানো। জন্ম থেকেই এমন শারীরিক সমস্যাকে নিয়ে এগিয়ে চলছে সে। বেশ ক’বছর আগে অসুস্থ হয়ে তাঁর বাবা যতীন্দ্র দেব মারা গেছেন। মা অলি রানী দেব কষ্ট করে পড়ান দুই ছেলেকে। একদিকে ঝিনুকের প্রতিবন্ধী জীবন অপরদিকে পিতৃহীন ছোট ভাই আর মা-কে নিয়েই তার সংগ্রাম। ছোট ভাই ঝুমুর। সে পড়ছে পঞ্চম শ্রেণীতে। তার বাবার মৃত্যুর পর তাদের সংসারে নেমে আসে নানান দুঃখ-দুর্দশা। সংসারের অভাব-অনটনসহ বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার মাঝেও থেমে থাকেনি ঝিনুক। নিজের মেধাকে ফুটিয়ে তুলতে তার ঐকান্তিক প্রয়াস তাকে নিয়ে গেছে সাফল্যের দিকে। অঙ্গপ্রতিবন্ধী হয়েও ঝিনুক সিলেট বিভাগের আওতায় শ্রীমঙ্গল উপজেলার চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১০ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিএসসি) অংশ নিয়ে ২য় বিভাগে উত্তীর্ণ হয়েছিল। শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ঝিনুক। বাড্স রেসিডেনসিয়্যাল মডেল স্কুল এন্ড কলেজের তিন নং কক্ষে বসে ইংরেজি দ্বিতীয় পত্রের জেএসসি পরীক্ষা দিচ্ছিল ঝিনুক। à¦¶à§à¦°à§€à¦®à¦™à§à¦—ল প্রতিনিধি॥

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com