প্রবাসী সংবাদ
খায়রুল আলম লিংকন: বাংলাদেশ এসোসিয়েশন বৃষ্টল বাথ এন্ড ওয়েষ্ট কতৃপক্ষের উদৌগে ২০১৯ সালের হজ্জ যাত্রীদেরকে হজ্বের আহকাম সহ প্রয়োজনীয় সকল বিষয়ের প্রশিক্ষন ,বিদায় সম্বর্ধনা প্রদান ও দোয়া মাহফিল বৃষ্টল সেন্ট্রাল মসজিদে অনুষ্টিত হয়েছে। বাংলাদেশ হাঊজের ট্রাস্টি এম এ ওয়াহাব (এমবি ই)এর সভাপতিত্বে ও এডুকেশন সেক্রেটারী আইনুল ইসলাম এর পরিচালনায় অনুষ্টিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ এহসান খান।হজ্বের ফরজ সহ অন্যান্য আহকাম নিয়ে বাংলা ও ইংলিশ ভাষায় আলোচনা করেন বৃষ্টল সেন্ট্রাল মসজিদের খতিব হাফিজ মৌলানা ইকরাম উদ্দীন,শাহজালাল মসজিদের খতিব মৌলানা আজিজুর রহমান,হাফিজ মৌলানা লুৎফুর রহমান। রবিবার বাদ জোহর থেকে বিকেল পর্যন্ত স্থানীয় বৃষ্টল সেন্ট্রাল মসজিদে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে চলতি বছরের ২৫ জন হজ্জযাত্রী সহ বিভিন্ন কমিউনিটির নতুন প্রজন্মের ছেলে মেয়ে ছারাও বিভিন্ন বয়সের নারী-পুরুষ গন অংশগ্রহণ করেন। হজ্ব তালিম অনুষ্ঠানে বিষয়ভিক্তিক আলোচনায় অংশ নেন বিশেষজ্ঞ আলেমগন। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ হাঊজের সভাপতি ফকরুল আলী,সাধারন সম্পাদক মোর্শেদ আহমদ মতচ্ছির ,ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন বৃষ্টল সেন্ট্রাল মসজিদ কমিটির সভাপতি আব্দুর রাজিক ও বাংলাদেশ হাঊজের ধর্ম বিষয়ক সম্পাদক সেলিম আহমদ খান। প্রশিক্ষণ প্রদানকালে বক্তারা বলেন, হজ্জ হচ্ছে ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অত্যন্ত গুরুত্বপুর্ণ একটি স্তম্ভ। প্রত্যেক সামর্থবান মুসলমানের জন্য জীবনে একবার হজ্জ পালন করা অপরিহার্য। এই ফরজ পালনে শারীরিকভাবে বেশি পরিশ্রম করতে হয়। তাই হজ্ব যাত্রীদের হজ্জের পুর্বে শারিরীক ও মানসিকভাবে সার্বিক প্রস্তুতি গ্রহণ প্রয়োজন। তাঁরা আরো বলেন, হজ্জে যাওয়ার পুর্বে প্রত্যেক যাত্রীর জন্যই প্রশিক্ষণ গ্রহণ করা অত্যাবশ্যক। কারণ প্রকৃত নিয়ম-নীতি জানা না থাকলে বিশুদ্ধভাবে হজ্জ পালন করা সম্ভব নয়। আর বিশুদ্ধভাবে হজ্জ পালন করতে না পারলে এটা হবে শুধু মক্কা-মদীনা ভ্রমণ, হজ্জ পালন নয়। তাই হজে যাওয়ার পুর্বে হজ্জ প্রশিক্ষণে অংশগ্রহণের কোনো বিকল্প নেই। সার্বিক সহযোগীতায় ছিলেন বাংলাদেশ হাঊজ পরিচালনা কমিটির সহ-সভাপতি চমক আলী, ট্রেজারার জাবেদ রহমান,যুগ্ম-সম্পাদক মতচ্চিন আলী , অর্গেনাইজিং সেক্রেটারি সিদ্দীক মিয়া ,প্রেস এন্ড মিডিয়া সেক্রেটারি খায়রুল আলম লিংকন, স্পোর্ট সেক্রেটারি আখলাকুল আম্বিয়া রাবেল,মোক্তাদির মিয়া ,আব্দুল ওয়াহিদ ,মাসুম কামালি, সিরাজ আলী, শাহীনুর মির্জা,মসকুদ আলী, আবুল মিয়া প্রমুখ। বৃষ্টলে দ্বীতিয় বারের মতো বাংলাদেশ হাউজের উদৌগে ও স্থানীয় শাহজালাল মসজিদ,বৃষ্টল সেন্ট্রাল মসজিদ, জালালাবাদ ইসলামিক সেন্টার,শাহপরান ইসলামিক সেন্টার এর সহযোগীতায় এরকম হজ্জ যাত্রীদেরকে প্রশিক্ষন ও বিদায় সম্বর্ধনা প্রদান করায় কমিউনিটির পক্ষ থেকে বর্তমান কমিটি ও মসজিদ কমিটিকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। হাজ্বীদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন বৃষ্টল সেন্ট্রাল মসজিদের খতিব মুফতি মৌলানা ইকরাম উদ্দীন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বায়তুল মোকাররম মসজিদের খতিব মৌলানা মনসুর আহমদ চৌধুরী, মৌলানা রফিকুল ইসলাম,শাহপরান মসজিদের ইমাম মৌলানা আহমেদ চৌধুরী, জি এস সি সাউথ ওয়েষ্ট রিজিয়নের সেক্রেটারী সৈয়দ আবু সাঈদ আহমদ, বৃষ্টল বাংলা প্রেস ক্লাবের সভাপতি কামরুল ইসলাম, সমরুল হক, মোসলেহ আহমদ, মখলিছ আলী, শফিকুর রহমান চৌধুরী, হাজী মকদ্দছ আলী, মাসুক মিয়া, দিলদার মিয়া,আতিকুর রহমান প্রমুখ। পরিশেষে মধ্যাহ্ন ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করাহয়।
খায়রুল আলম লিংকন বৃষ্টল শাহজালাল মসজিদ এর সম্প্রসারিত ভবন হযরত খাদিজা সেন্টার এর নির্মান কাজের তহবিল সংগ্রহের জন্য মুসল্লিদের মধ্যে ডোনেট এ ব্রিক ফর্ম বিতরন এর মাধ্যমে তহবিল সংগ্রহ শুরু করা হয়েছে।গত শুক্রবার জুমার নামাজের পুর্বে সংক্ষিপ্তবক্তব্যের মাধ্যমে মসজিদ কমিটির প্রতিষ্ঠাতা ট্রাষ্টি ও চ্যানেল এস চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপির ডোনেট এ ব্রিক ফর্ম বিতরন এর আনুষ্টানিক উদ্ভোধন করেন।আহমেদ উস সামাদ চৌধুরী জেপি তার বক্তব্যে বলেন মহিলাদের প্রার্থনার জন্য পৃথক ব্যবস্থা,মৃত দেহ ধৌত করন,সংরক্ষনের জন্য হিমাগার ও অন্যান্য ধর্মীয় সুযোগসুবিধার জন্য বৃষ্টল শাহজালাল মসজিদ কমিটির ঊদৌগে সম্প্রসারিত ভবন হযরত খাদিজা (রা:)সেন্টার এর নির্মান কাজ আরম্ভ হয় গত মার্চ মাসে । ভিত্তি প্রস্তর স্খাপনের পর থেকে সেন্টার এর নির্মান কাজ দ্রত গতিতে এগিয়ে চলছে। প্রায় ৩৫০০০০-৪০০০০০ পাউন্ডএর এই প্রজেক্টের নির্মান কাজ মসজিদ ফান্ড ও অন্যান্য খাত থেকে সংগৃহীত অর্থের মাধ্যমে চল্লিশভাগের ও অধিক কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।বাকী কাজ সম্পন্ন করার জন্য প্রায় ২০০০০০ এর প্রয়োজন।এই অর্থ সংগ্রহের জন্য মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে ডোনেট এ ব্রিক ফর্ম বিতরন শুরু করা হয়েছে।প্রতি চল্লিশ পাউন্ড দানেরমাধ্যমে একটি ইট দান করে খাদিজা সেন্টার নির্মাণে সাহায্যের হাত বারিয়ে দেওয়ার জন্য সকল মুমিন মুসলমানদেরকে উদ্বাত্ত আহ্বান জানিয়েছেন।এছাড়াও তিন হাজার পাউন্ড সংগ্রহ করে অথবা নিজে প্রদান করার মাধ্যমে খাদিজা সেন্টার এর নির্মান ফান্ডে সাহায্য করে খাদিজা সেন্টার এর এম্ব্যাসেডর হওয়ার জন্য আহ্বান করা হয়েছে।এই ওমেন সেন্টার নির্মিত হলে এক সাথে ২শত মহিলা নামাজআদায় করতে পারবে যেটি হবে লন্ডনের বাহিরে প্রথম ওমেন সেন্টার। উল্লেখ্য বৃষ্টলে বিভিন্ন দেশের ৩০ হাজারের ও অধিক মুসলিম জনগোষ্টির বসবাস তন্মধ্যে বাঙ্গালী মুসলমানের সংখ্যা প্রায় ৫ হাজারের মতো। স্থানীয় বাঙ্গালীদের ঊদৌগে শাহজালাল মসজিদ ২০০০সালে প্রতিষ্টা করা হয়। প্রতিষ্টার পর থেকে ক্রমাগত মুসল্লি বৃদ্ধিপাওয়ায় মহিলাদের জন্য পৃথক পার্থনার জায়গা সংকুলান দুরুহ হয়ে পরেছে। মসজিদ নির্মাণের সওয়াব সর্ম্পকে মসজিদের খতিব মৌলানা আজিজুর রহমান খান বলেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত- যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির নিমিত্তে পাখির ডিম পাড়ার স্থান পরিমাণ মসজিদ নির্মাণ করবে আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। (আহমাদ, সহীহ)রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহে ওয়াছাল্লাম বলেছেন যে ব্যক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একটি মসজিদ নির্মাণ করবে আল্লাহ্ তার জন্য বেহেশতে একটি ঘর নির্মাণ করবেন।বিভিন্ন স্থানসমূহের মধ্যে সর্বাপেক্ষা প্রিয় স্থান হলো আল্লাহর নিকট মসজিদসমূহ।আসুন আমরা সবাই মুক্ত হস্তে খাদিজা সেন্টার এর নির্মান কাজে সহযোগীতা করি, নিশ্চয়ই আল্লাহ দুনিয়া ও আখেরাতে এর প্রতিদান প্রদান করবেন।মসজিদ কমিটিরপক্ষ থেকে এই মহতি উদৌগে সবাইকে এগিয়ে আসার জন্য উদ্বাত্ত আহ্বান জানান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির অন্যতম ট্রাষ্টি আব্দুল ওয়াহাব ওবিই স্থানীয় কাউন্সিলর সুলতান খান, কমিউনিটি নেতা শফির উদ্দীন চৌধুরী,বৃষ্টল বাংলা প্রেসক্লাব সভাপতি কামরুল ইসলাম.সাধারন সম্পাদক খায়রুল আলম লিংকন, কমিউনিটি নেতা জিয়াঊল হক,আইনুল ইসলাম, বাংলাদেশ হাউজ সভাপতি ফকরুলআলী,সেক্রেটারী মোর্শেদ আহমদ মতচ্ছির,চমক আলী, ওমর ফারুক,মখলিছ মিয়া, সৈয়দ জাহাঙ্গীর ,মসকুদ আলী,আব্দুল হামিদ,আবুল মিয়া প্রমুখ।মসজিদ কমিটির পক্ষ থেকে দেশের সর্বময় ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে উক্ত মসজিদের নির্মাণ কাজে সাধ্যমত দান করে নির্মাণ কাজে শরীক হওয়ার জন্য বিনীত অনুরোধ করা হয়েছে। মসজিদের নির্মাণ কাজে সাহায্য পাঠাবার ঠিকানাঃ Shahjalal Jame Mosque, Bristol ,Lloyds Bank,Sort Code : 39-98-06.Account No : 01937828|