প্রবাসী সংবাদ
মাল্টিমিডিয়া. মাল্টিকালচারেল ও মাল্টিন্যাশনালের বৃটেনের ওয়েলসেররাজধানী কার্ডিফ শহরের ঐতিহ্যবাহী কার্ডিফ শাহ্জালাল বাংলা স্কুলঅতি সম্প্রতি বৃটেনের বার্মিংহামের সহকারী হাইকমিশনার হিজএক্সেলেন্সীমোহাম্মদ জুলকার নাঈন পরিদশনে এসে কমিউনিটির সাথে একমতবিনিময় সভায় মিলিত হোন। শুরুতেই স্কুলের ছাত্র -ছাত্রীরা সহকারীহাইকমিশনারকে ফুল দিয়ে বরণ করার পর হিজএক্সেলেন্সী ছাত্র -ছাত্রীদের লেখা পড়ার খুজখবর নেন। কার্ডিফ শাহ্জালাল বাংলা স্কুলেরপ্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ গোলাম মোস্তফারসভাপতিত্বে এবং কার্ডিফ শাহ্জালাল বাংলা স্কুল কমিটির জেনারেলসেক্রেটারি কমিউনিটি সংগঠক মোহাম্মদ মকিস মনসুর এর পরিচালনায়অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি বৃটেনের বার্মিংহামের সহকারীহাইকমিশনার হিজএক্সেলেন্সী মোহাম্মদ জুলকার নাঈন ছাড়া ও বক্তব্যরাখেন কার্ডিফের শাহ্জালাল মসজিদের খতীব হাফিজ মাওলানা আলহাজ্ববদরুল হক, শাহ্জালাল মসজিদের সাবেক চেয়ারম্যান আলহাজ্বমোহাম্মদ রেনু মিয়া, কমিউনিটি সংগঠক আহমেদ মালিক, শাহ্জালালমসজিদের ট্রেজারার শেখ মোহাম্মদ আনোয়ার, বাংলা স্কুল কমিটিরট্রেজারার এস. এ. খাঁন লেনিন, ওয়েলস কুলাউড়া সোসাইটির সদস্য আব্দুলমোত্তালিব, ব্যাবসায়ী কয়সর আলী, মতিউর রহমান শাহ্ মোহাম্মদআলম ও শিক্ষিকা আমিনা বেগম জুনু প্রমুখ নেতৃবৃন্দ। সভার শুরুতেই স্কুল কমিটির জেনারেল সেক্রেটারি সাংবাদিক মোহাম্মদমকিস মনসুর কার্ডিফ শহরের নবপ্রজন্মের সামনে আমাদের ভাষা, কৃষ্টি,সংস্কৃতি, ঐতিহ্য,সাফল্য সম্ভাবনা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরারমানসে ১৯৮১ সালে আমাদের মুরব্বীয়ানদের ধারা প্রতিষ্ঠিত কার্ডিফকমিউনিটির এই প্রথম প্রতিষ্ঠান বলে উল্লেখ করে স্কুল প্রতিষ্ঠার ইতিকথাতুলে ধরে অবদানকারী সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যারা চলে গেছেন নাফেরার দেশে সেই সব অবদানকারী সবার আত্মার মাহফেরাত কামনা সহবিশেষ করে স্কুল প্রতিষ্ঠাকালীন জেনারেল সেক্রেটারি মরহুম আলহাজ্বছুরুক মিয়ার কথা শ্রদ্ধার সাথে তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে বৃটেনের বার্মিংহামের সহকারী হাইকমিশনার হিজএক্সেলেন্সী মোহাম্মদজুলকার নাঈন কার্ডিফ শাহ্জালাল বাংলা স্কুল কমিটির কমকান্ডের ভৃয়শীপ্রশংসা করে স্কুলের উন্নয়নে হাইকমিশনের পক্ষ থেকে সবসময়সহযোগীতা অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করে নবপ্রজন্মেরসামনে আমাদের ভাষা, কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য,সাফল্য সম্ভাবনা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে ওরা যেনো আমাদের শিকড়কেভূলে না যেতে পারে। সভাপতির বক্তব্যে স্কুল কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ গোলামমোস্তফা সহকারী হাইকমিশনারকে স্কুলে আসায় কমিটির পক্ষ থেকেধন্যবাদ জানিয়ে আগামীদিনে ও স্কুল পরিচালনায় সম্মানিত সকলঅভিভাবকবৃন্দ ও কমিউনিটির সবার সার্বিক সহযোগীতা কামনা করেছেন।