একতা মেধা অন্বেষণ পরীক্ষার অনুদান ও সনদপত্র বিতরণ করা হয়েছে

January 11, 2020,

স্টাফ রিপোর্টার॥ ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংস্থা একতা স্পোর্টিং ক্লাবের আয়োজনে ২২ তম একতা প্রাথমিক মেধা অন্বেষণ পরীক্ষা ” মরহুম সিরাজুজ্জামান চৌধুরী বৃত্তি” ও ৩য় একতা জুনিয়র মেধা অন্বেষণ পরীক্ষা ” সৈয়দ তরশেদ হোসেন বৃত্তি এর মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মধ্যে অনুদান ও সনদপত্র বিতরন করা হয়েছে।

৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে কাজিরবজার আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

বৃত্তি পরীক্ষায় মৌলভীবাজার  সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও কে,জি স্কুলের ছাত্রছাত্রী বৃত্তি পেয়েছে।

একতা স্পোর্টিং ক্লাবের সভাপতি এবাদুল হক দুলু এর সভাপতিত্বে।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলার চেয়ারম্যান মো কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং আখাইলকুড়া ইউ,পি চেয়ারম্যান সেলিম আহমদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোতাহার বিল্লাহ, বিশিষ্ট সমাজসেবক ও বৃত্তি দাতা সৈয়দ আখতার হোসেন বাবু,সহকারী শিক্ষা কর্মকর্তা অরবিন্দ কর্মকার, সাবেক শিক্ষক নুরুল হক,কাজিরবাজার সরকারি প্রঃ বিঃ প্রধান শিক্ষক সুলতানা শাহনাজ আখতার, একতা স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক গাজী আবেদ।

পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমদের তত্ত্বাবধানে সংগঠনের সদস্য সফিকুর তালুকদার টিপু, মুহিব আহমেদ,শফিউল আলম জগলু, রাসেল তরফদার, শাহ ইমরান সাজু,মিজানুল হক পান্না,  তপু তরফদার,হাবিব,রুমেল  আহমেদ, ইলিয়াস কবির শাহিন,এমদাদ রুবেল আহমেদ, সোহান বেগ,শিবলু আহমদ,ওয়াসিম,আরিফ,জুনেদ, বেগ কামরুল,হাসান,জাহেদ,হায়দার, জাকারিয়া, শহিদ,রিপন মিলাদ,মহসিন,সোহেল,রাজা,যুবায়ের, সারা চৌধুরী, সহ সংগঠনের শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক,সাংবাদিক,অভিভাবকবিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

উল্লেখ্য: সংগঠনটি দীর্ঘ ২২ বছর ধরে মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মেধা বৃত্তি দিয়ে আসছে

মৌলভীবাজার সদরের ১৫৩ প্রাথমিক বিদ্যালয়ের ৭০০ ছাত্র ছাত্রী ও মাধ্যমিকের ৩২টি বিদ্যালয়ের প্রায় ৪০০ পরিক্ষার্থীদের মধ্যে প্রাথমিকে ৪৯ টি ও মাধ্যমিকে ২৫ বৃত্তি প্রদান করা হয়।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com