ফন্দী

June 15, 2020,

সায়েক আহমদ॥
পাড়ার সকল
দুষ্ট ছেলে
করল বসে
ফন্দী-
থাকবে না আর
এমন দিনে
ঘরের মাঝে
বন্দী!
ও পাড়ার ঐ
কাল্লু শেখের
করবে চুরি
আম
কিংবা মোটা
পটল বাবুর
মিষ্টি কালো
জাম!
যেই ভাবা সেই
দৌড়ে গিয়ে
করল শুরু
কাজ-
আমের কসে
জামের রসে
ভরল জামা
আজ!
হঠাৎ পাশেই
কাল্লু শেখের
শুনল ওরা
হাঁক-
পটল বাবুর
বাঁশের লাঠি
বাজায় যেন
ঢাক!
এসব দেখে
দুষ্টুরা সব
ভড়কে গিয়ে
হায়-
সব ফেলে যে
প্রাণের ভয়ে
দৌড়ে চলে
যায়!
[সায়েক আহমদ, প্রাবন্ধিক, কলাম লেখক, শিশু সাহিত্যিক, ০১৭১২৯৬২৩৯৩]

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com