বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২২ এর উদ্বোধন

October 3, 2022,

স্টাফ রিপোর্টার॥ গড়বে শিশু সোনার দেশ, ছড়িয়ে দিয়ে আলোর রেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির যৌথ আয়োজনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২২ এর  উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সোমবার ৩ অক্টোবর মৌলভীবাজার জেলা প্রশাসন ভবন প্রাঙ্গনে প্রধান অতিথি জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের উপস্থিতিতে বেলুন উড়িয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২২ এর উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানের শুরুতে কালেক্টরেট প্রাঙ্গনে বিশ্ব শিশু দিবস উপলক্ষে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। শিশুদের মধ্যে বক্তব্য রাখেন নওশিন, তাওফিকা, সাদী, পূর্ণ, উপন্যাস ও কাব্য প্রমুখ।

এসময় আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ জাহিদ আখতার, জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ প্রমূখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com