(ভিডিওসহ) মৌলভীবাজারে করোনা ভাইরাসের পাশা পাশি শুরু হয়েছে ডেঙ্গু নিধন কার্যক্রম
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভার উদ্যেগে ৬ টি ফগার মিশিন দিয়ে শুরু হয়েছে ডেঙ্গু নিধন কার্যক্রম। মঙ্গলবার ২৮ এপ্রিল সকাল সাড়ে ১১টায় করোনা ভাইরাসের পাশা পাশি মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্র এলাকায় ডেঙ্গু নিধনের কার্য়ক্রম শুরু করেন পৌর পরিষদ। পৌরসভার ২ এবং ৩ নং ওয়ার্ডে দিয়ে ডেঙ্গু নিধন কার্যক্রম শুরু।
ডেঙ্গু নিধন কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। এসময় উপস্থিত ছিলেন পৌর মোঃ মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজবাহুর রহমান, সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: জিয়াউর রহমান, জেলা পরিষদ সদস্য হাসান আহমেদ জাবেদ, কাউন্সলার ফয়ছল আহমদ,স্বাগত কিশোর দাশ চৌধুরী। এছাড়া পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পৌর মেয়র বলেন শহরের বিভিন্ন এলাকায় ডেঙ্গু বাহিত রোগ বিস্তার লাভ করেছে করোনা ভাইরাসে পাশা পাশি আজ থেকে মৌলভীবাজার পৌরসভার ৯টি ওয়ার্ডে ফগার মিশিন দিয়ে ডেঙ্গু নিধন করা হবে।
উল্লেখ্য, গত ২৫ এপ্রিল শ্রীমঙ্গলে তারেক নামে এক ব্যক্তি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।
মন্তব্য করুন